দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: এইচটিসি দেশের বাজারে তাদের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন আনতে চলেছে। তাদের নতুন ফ্ল্যাগশিপ এই মডেলটির নাম এইচটিসি হিমা। তাদের নতুন এই মডেলটি চলতি বছরের মার্চ মাসে বাজারে আনতে চলেছে বলে জানা গেছে। এইচটিসির নতুন এই মডেলটি অপারেটিং সিস্টেমে থাকবে অ্যান্ড্রয়েড ৫.০ ললিপপ ভার্সানের। এছাড়া আছে অকটা-কোর স্ন্যাপড্রাগন 810 SoC প্রসেসর ও ৩ জিবি র্যাম।
এইচটিসি তাদের নতুন এই মডেলটির ক্যামেরাতে আমূল পরিবর্তন এনেছে। নতুন হিমা মডেলে থাকছে ২০.৫ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। নতুন এই মডেলে এছাড়া থাকছে 2840mAh ব্যাটারি। তবে নতুন এই ফোনটির দাম কত হবে তা এইচটিসির তরফে জানান হয়নি। নতুন এই ফোনটি বার্সালোনাতে MWC-2015 তে দেখানো হবে।