Untitled

দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: জনগণকে রক্ষা করতে প্রয়োজনে দুষ্কৃতিকারীদের দেখা মাত্রই গুলি চালানো হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলী৷ মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে পোড়া রোগীদের দেখতে গিয়ে মন্ত্রী এ কথা বলেন৷

মন্ত্রী বলেন, গণতন্ত্র আছে বলেই কি গণতন্ত্র রক্ষা করবো না৷আমরা এখন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সুট অ্যান্ড সাইট যেভাবে হয় যুদ্ধক্ষেত্রে, সেভাবেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে যাচ্ছি৷ মন্ত্রী বলেন, এ বার্ন ইউনিটে এসে দেখলাম পেইনফুল,বেদনাদায়ক, দুঃখজনক পরিস্থিতি৷ মানবতার জন্য সবাই আমরা কথা বলি৷ মানুষ এখন মৃতু্য যন্ত্রণায় কাতারাচ্ছে৷ কীভাবে তা সহ্য করবো?

তিনি বলেন,আমরা যখন আইন করতে যাই, তখন আপনারাই মানবতার কথা বলেন৷ আজকে পার্লামেন্ট চলছে৷ আমরা এ সংঘাতের বিষয়টি তুলে ধরবো৷ এক সপ্তাহের মধ্যে আমরা এটি সমাধানের চেষ্টা করবো৷ এদিকে নানা বিতর্কিত বক্তব্যের জন্য আলোচনা সমালোচনায় থাকা সমাজকল্যাণমন্ত্রী আবারো সাংবাদিকদের সঙ্গে দুবর্্যবহার করেছেন ৷

দেখামাত্র গুলি- এতে নিরপরাধ মানুষ মারা যাওয়ার সম্ভাবনা থাকে কিনা? সায়বাদিকেদের এমন প্রশ্ন করলে এর জবাবে মন্ত্রী রেগে গিয়ে বলেন, আপনি কী তাদের ডিফেন্ড করতেছেন? কী করে আপনি এ ধরনের প্রশ্ন করেন? পরে বেরিয়ে যাওয়ার সময় মন্ত্রী ঐ সাংবাদিককে সামনে এসে তাকে সন অব রাজাকার বলে গালি দেন৷