দৈনিকবার্তা-ঢাকা, ২০ জানুয়ারি: সরকার রাজধানীর সাথে যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থা আরো উন্নত করতে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নতুন ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করবে৷ এ লক্ষ্যে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে৷প্রকল্পের অধীনে ২১.৫০ কিলোমিটার দীর্ঘ একটি ডুয়েল রেলপথ নির্মাণ করা হবে৷ এতে প্রতিদিন এই রম্নটে ৭৬টি ট্রেন চলাচল করতে পারবে৷ ট্রেনগুলোতে প্রতিদিন ৭৬ হাজার যাত্রী পরিবহন করা যাবে৷
প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপার্সন শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার রাজধানীর শেরে বাংলানগরে একনেক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (একনেক) নির্বাহী কমিটির সভায় প্রকল্পটি অনুমোদন করা হয়৷
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী এএইচএম মুসত্মফা কামাল সাংবাদিকদের জানান, আজ একনেক বৈঠকে ৩৭৮.৬৬ কোটি টাকা ব্যয়ে একটি নতুন ডুয়েল গেজ নির্মাণসহ ১,০৩১ কোটি টাকার মোট ছয়টি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে৷ মোট প্রকল্প ব্যয় ১,০৩১ কোটি টাকার মধ্যে সরকারি কোষাগার থেকে পাওয়া যাবে ৬৯৫.৬২ কোটি টাকা৷ বাকি ৩৩৬.০৫ কোটি টাকা পাওয়া যাবে প্রকল্প সহায়তা হিসেবে৷মন্ত্রী বলেন, ছয়টি প্রকল্পের মধ্যে দুটি প্রকল্প নতুন৷ বাকি চারটি সংশোধিত প্রকল্প৷অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এ সময় উপস্থিত ছিলেন৷
প্রকল্পের অধীনে ঢাকা-নারায়ণগঞ্জ রম্নটে বর্তমানের মিটার গেজ রেলপথের পাশাপাশি ২১.৫০ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ করা হবে৷পরিকল্পনা মন্ত্রী বলেন, ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের জন্য মোট প্রকল্প ৩৭৮.৬৬ কোটি টাকার মধ্যে সরকার দেবে ১২৯.১১ কোটি টাকা৷ বাকি অর্থ ২৪৯.৫৫ কোটি মঞ্জুরি সহায়তা হিসেবে দেবে জাপান৷ রেল মন্ত্রণালয় ২০১৭ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাসত্মবায়ন করবে৷প্রকল্পটি বাসত্মবায়ন হলে প্রতিদিন এই রম্নটে ৭৬টি ট্রেন চলাচল করবে৷ এতে ব্যসত্মতম এই রেলপথে দাঁড়ানো যাত্রীসহ প্রতিদিন প্রায় ৯৩ হাজার যাত্রী চলাচল করতে পারবে৷
একনেক বৈঠকে ৬৩.০৬ কোটি টাকা ব্যয়ে লেবার টাওয়ার নির্মাণ শিরোনামে আরো একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়৷ রাজধানীর সৈয়দ শহীদ নজরম্নল ইসলাম এভিনিউয়ে ২০ ডেসিমল জমির উপর ২৫ তলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হবে৷ ২০১৭ সালের মধ্যে প্রকল্পটি বাসত্মবায়ন হবে৷ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এই প্রকল্পটি বাসত্মবায়ন হলে এটি হবে রাজধানীতে সবচেয়ে উঁচু সরকারি ভবন৷
একনেক সভায় অনুমোদন দেয়া অপর প্রকল্পগুলো হলো ২১৭.৮৯ কোটি টাকা ব্যয়ে প্রথম সংশোধিত পাহাড়তলী ওয়ার্কশপের উন্নয়ন প্রকল্প, সিরাজগঞ্জ-কাজিরপুর-ধুনট সড়কে তিনটি পিসি গিরদার ব্রিজ এবং তিনটি বেইলি ব্রিজের উন্নত কাঠামো নির্মাণ, সোলার বিদু্যত্ উত্পাদনের প্রযুক্তি উন্নয়ন এবং ২৯৪.৮১ কোটি টাকা ব্যয়ে দ্বিতীয় সংশোধিত প্রকল্পে ঢাকা মেট্রোপলিটন এলাকায় ১১টি মাধ্যমিক ও ছয়টি কলেজ প্রতিষ্ঠা৷ বৈঠকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীগণ এবং পরিকল্পনা কমিশনের সদস্যগণ ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন৷