ershad_e

দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: চলমান রাজনৈতিক সংকটের সমাধান খুঁজতে সব দলকে নিয়ে একসঙ্গে বসার আগ্রহ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ৷ তিনি বলেন, আমি ডাকবো সবাইকে৷ আমি যেহেতু এখন সবচেয়ে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ৷

আমি ডাকবো আসুন একসঙ্গে বসি৷ কবে নির্বাচন হয় সেটা নিয়ে এখন আলোচনা করবো না, কিভাবে রাজনীতি সংস্কৃতি ভবিষ্যতে আমরা গড়ে তুলবো সেটেই আলোচনার বিষয়৷

সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রাজনৈতিক সহিংসতায় দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন৷ এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পাটির্র মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা প্রমুখ৷

এরশাদ বলেন,এই মুহূর্তে মধ্যবর্তী নির্বাচনের কথা ভাবাছি না৷ নির্বাচনের আগে আমাদের রাজনৈতিক সংস্কৃতি ঠিক করতে হবে৷ আমরা কিভাবে নির্বাচন করবো, নির্বাচনের পর বিরোধীদলের সঙ্গে কিভাবে আচরণ করা হবে এসব বিষয় ঠিক করতে হবে আগে৷ চলমান সহিংস রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে৷সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংকটটা ক্ষমতায় যাওয়া নিয়ে, জনগণের সমর্থন নিয়ে নয়৷ সহিংসতা করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এটাই সংকট৷

এরশাদ এ সময় পাশের দেশ ভারতের উদাহরণ দিয়ে বলেন, আমরা পাশ্ববর্তী দেশে দেখেছি সেখানে নির্বাচন হয়েছে, তারা কাউকে জেলেও পাঠায়নি ফাঁসিও দেয়নি৷ আগুনে পুড়েও মারেনি৷ তাদের কাছ থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত৷ বাংলাদেশ বিশ্বের শান্তিপূর্ণ একটি দেশ৷ তাই আশা করি এ উদ্ভুত পরিস্থিতিএকদিন শেষ হবে৷আমরা সবাই শান্তিতে থাকতে পারবো৷ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গিয়ে নাশকতায় দগ্ধদের দেখার পর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বললেন, রাজনীতিবিদ হিসাবে তার লজ্জা হচ্ছে৷ মর্মান্তিক দৃশ্য৷ রাজনীতিবিদ হিসেবে লজ্জা বোধ করছি৷ এই রাজনীতি চাই না৷ এটা প্রত্যাশার রাজনীতি না৷ এই দৃশ্য দেশে কান্না আসে, বলেন তিনি৷

গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারা দেশে লাগাতার অবরোধ ডাকার পর থেকে প্রতিদিনই গাড়িতে আগুন দেওয়া ও বোমাবাজির ঘটনা ঘটছে, যার শিকার হচ্ছে সাধারণ মানুষ৷ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিত্‍সকদের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৩৪ জন দগ্ধ হয়ে তাদের কাছে চিকিত্‍সা নিতে এসেছেন,যাদের মধ্যে তিনজনের মৃতু্য হয়েছে৷নাশকতার আগুনে পোড়া ১৭ জন এখনো ভর্তি আছেন বলে চিকিত্‍সকরা জানান৷

সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দূত এরশাদ বিএনপির উদ্দেশ্যে বলেন, আমরা যদি কান্না নিবারনের জন্য রাজনীতি করি… আমরা আহ্বান করি, আসুন সবাই বসি৷ সমস্যার সমাধানে আলোচনায় বসি৷তিনি প্রশ্ন করেন, আমরা সহিংসতা করব? নাকি গণতন্ত্রের চর্চা করব?

সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, যেহেতু আমি বয়োজ্যেষ্ঠ, আমার ডাকে সাড়া দিলে খুশি হব৷ ব্যক্তিগত স্বার্থে নয়, দেশের স্বার্থে৷বিএনপির এই আন্দোলনের সমালোচনা করে তিনি বলেন, তারা যদি জনপ্রিয় দল হতো, তাহলে কর্মসূচি দিয়ে বাসায় বসে থাকত, জনগণই কর্মসূচি সফল করত; সহিংসতা চালাতে হতো না৷বিএনপির নির্দলীয় সরকারের অধীনে দ্রুত নির্বাচনের দাবির সঙ্গেও তিনি দ্বিমত পোষণ করেন৷ এরশাদ বলেন, মধ্যবর্তী নির্বাচন চাই না৷ আগে নির্বাচনের সংস্কৃতি ঠিক করতে হবে৷