দৈনিকবার্তা-ঢাকা, ১৯ জানুয়ারি: রাজধানীর দুটি এলাকায় অভিযান চালিয়ে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর সদস্য সন্দেহে চারজনকে গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ৷এরা হলেন- সাখাওয়াতুল কবির, আনোয়ার হোসেন বাতেন, রবিউল ইসলাম ও নজরুল ইসলাম৷
রোববার গভীর রাতে যাত্রাবাড়ী ও খিলক্ষেত এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মাসুদুর রহমান জানান৷তিনি বলেন, গ্রেপ্তার চারজনের মধ্যে সাখাওয়াত বাংলাদেশে আইএস এর প্রধান সমন্বয়ক৷ বাকি তিনজন তার সহকারী৷ তাদের কাছ থেকে ল্যাপটপ ও জিহাদি লিফলেট উদ্ধার করা হয়েছে বলেও গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়৷সোমবার দুপুরে এই চারজনকে ঢাকার হাকিম আদালতে হাজির করে রোববার রাতে যাত্রাবাড়ী থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়৷ তাদের ১০ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে আবেদন করেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস৷শুনানি শেষে মহানগর হাকিম মিজানুর রহমান চারজনের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷আদালত পুলিশের এসআই উজির আলী জানান, ওই চার সন্দেহভাজনের পক্ষে আদালতে কোনো জামিনের আবেদন ছিল না৷
গোয়েন্দ পুলিশের পরিদর্শক মো.আবু জাফর জানান, সাখাওয়াতের ভায়রা শামীম ও বাতেনের ভগি্নপতি সায়েম পাকিস্তানে থাকতেন এবং তারা দুজনেই আইএসের সঙ্গে জড়িত ছিলেন৷তারাই বাংলাদেশে সাখাওয়াতকে সংগঠনের সমন্বয়কের দায়িত্ব দিয়েছে৷ সাখাওয়াত পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশে যাতায়াত করেছেন৷
সমপ্রতি পাকিস্তানে জঙ্গিবিরোধী এক অভিযানে শামীম ও সায়েম নিহত হন বলে উপ কমিশনার মাসুদুর রহমান জানান৷গত বছর ২৮ সেপ্টেম্বর ঢাকার কমলাপুর রেল স্টেশনে সামিউন রহমান ইবনে হামদান নামে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়, যার বিরুদ্ধে আন্তর্জাতিক জঙ্গি তত্পরতায় জড়িত থাকার অভিযোগে মামলাও হয়েছে৷
মামলায় বলা হয়েছে, ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহ করে সিরিয়ায় পাঠানোর জন্য বাংলাদেশে এসেছিলেন হামদান (২৪)৷ বাংলাদেশ ও মিয়ানমারে আল-কায়েদা নেটওয়ার্ক স্থাপন এবং বাংলাদেশে ইসলামী শরীয়াভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করাও তার উদ্দেশ্য ছিল৷এছাড়া ইসলামিক স্টেটের জন্য অনলাইনে সদস্য সংগ্রহের অভিযোগে ২৫ সেপ্টেম্বর ঢাকার পুরানা পল্টন এলাকা থেকে মো. হিফজুর রহমান নামের ২২ বছর বয়সী আরেক তরুণকে গ্রেপ্তার করা হয়৷ সিলেটের শাহজালাল উপ-শহর এলাকার সরকারি তিবি্বয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র হিফজুর আগে নিষিদ্ধ সংগঠন জেএমবির সদস্য ছিলেন বলে পুলিশের অভিযোগ৷
ওই সময়ই রাজধানীর সেগুনবাগিচা ও রমনা এলাকা থেকে মো. আসিফ আদনান (২৬) ও মো. ফজলে এলাহী তানজিল (২৪) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়, যারা ইসলামিক স্টেটে যোগ দেয়ার পরিকল্পনা করছিল বলে গোয়েন্দা পুলিশের দাবি৷গত অগাস্টে ইউটিউবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, পাঁচজন আইএস প্রধান আবু বকল আল বাগদাদির কাছে জিহাদের শপথ নিচ্ছেন৷ ওই ভিডিওর সঙ্গে ইংরেজি ক্যাপশনে তাদের বাংলাদেশি বলে উল্লেখ করা হয়৷
আদনান ও তানজিল উগ্রপন্থী সংগঠন আনসারউল্লাহ বাংলাটিম এর সদস্য৷ এদের মধ্যে আদনান সুপ্রিম কোর্টের সাবেক এক বিচারপতির ছেলে এবং তানজিলের মা একজন ওএসডি যুগ্ম সচিব৷ ইরাক ও সিরিয়ার বিরাট এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গত বছর খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় ইসলামিক স্টেট জঙ্গিরা৷ ইরাকের বেসামরিক নাগরিকদের ওপর মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ রয়েছে এই গোষ্ঠীর বিরুদ্ধে৷সমপ্রতি কয়েকজন মার্কিন ও ব্রিটিশ নাগরিকের শিরশ্ছেদ করে ইন্টারনেটে তার ভিডিও প্রকাশ করে আইএস৷
আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশ থেকে সদস্য সংগ্রহ করে শক্তিশালী হয়ে উঠেছে উগ্র ইসলামিক এই সংগঠন৷ তাদের মধ্যে বিশ্বের অন্তত ৮০টির বেশি দেশের ১৫ হাজারের বেশি যোদ্ধা রয়েছে বলে যুক্তরাষ্ট্রের ধারণা৷বিভিন্ন দেশ থেকে ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সংগ্রহ ঠেকাতে জাতিসংঘের সদস্য দেশগুলোকে ব্যবস্থা নেয়ার তাগাদা দিয়ে গত বছর একটি প্রস্তাবও পাস করে নিরাপত্তা পরিষদ৷