দৈনিকবার্তা-ঢাকা, ১৭ জানুয়ারি: এক হাজার ৮০০কোটি ২৩ লাখ টাকার আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ বেসিক ব্যাংকের দুই কর্মকর্তাকে চাকরিচু্যত করা হয়েছে৷ ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে শনিবার উপ-মহাব্যস্থাপক শিপার আহমেদ ও উপ-ব্যবস্থাপক এস এম জাহিদ হোসেনকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত নেয়া হয়৷
তাদের বিরুদ্ধে ব্যাংকটির গুলশান শাখায় ঋণ কেলেঙ্কারীর মাধ্যমে এক হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকার আত্মসাতের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে৷এ ঘটনায় শুলশান শাখার সাবেক এক ব্যবস্থাপককেও বদলি করা হয়৷ তবে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷
সূত্র জানায়, ব্যাংকটির গুলশান শাখায় দায়িত্ব পালন করার সময় ঋণ কেলেঙ্কারীরর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতোপূর্বে তাদেরকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছিল৷ তাদের যোগসাজশে ব্যাংকটির এ শাখা থেকে এক হাজার ৮০০ কোটি ২৩ লাখ টাকার ঋণ কেলেঙ্কারীর ঘটনা ঘটে৷ ঋণের নামে নেয়া এ অর্থ পুরোটাই আত্মসাত্ করা হয়৷ এমনকি যেসব প্রতিষ্ঠানকে ঋণ দেয়া হয়েছিল যাদের অস্তিত্ব পর্যন্ত নেই৷এদিকে চাকরিচু্যত এই দুই কর্মকর্তার বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেয়া হবে কি না সে বিষয়ে কিছু বলতে অপরাগতা প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্বখাতের এ ব্যাংকটি৷