কাপাসিয়ায় টর্নেডো আহত

দৈনিকবার্তা-গাজীপুর, ১৭ জানুয়ারি : গাজীপুরে কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের ৭ গ্রামের উপর দিয়ে শনিবার বয়ে যাওয়া টর্নেডোর আঘাতে ব্যাপক ক্ষতি হয়েছে৷ এতে শিশুসহ অনত্মতঃ ১২ জন আহত হয়েছে৷ টর্নোডোর আঘাতে গ্রামের বহু বসতবাড়ি, শতশত গাছ-পালা, কয়েক হাজার কলা গাছ ক্ষতিগ্রস্থ হয়েছে৷ বারিষাব ইউনিয়নের চেয়ারম্যান আতাউজ্জামান বাবলু জানান, কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের বর্জাপুর, কুশদী, জালারচর, ভিখারটেক, চরদূর্লভ খাঁ, শেলদিয়া কীর্তনিয়া গ্রামের উপরদিয়ে শনিবার ভোর রাত ৪টার দিকে শিলা বৃষ্টি ও প্রচন্ড বেগে ঘূর্ণি ঝড় বয়ে গেছে৷ এতে ২০/২৫ টি কাঁচা-পাকা ঘরের চাল উড়ে যায় ও ৰতিগ্রস্থ হয়৷ বহু গাছ-পালা, কলা বাগান, জমির ফসল ৰতিগ্রস্থ হয়৷ ঝড়ে অনত্মতঃ ১২ জন আহত হয়৷ গুরম্নতর আহত রাসেল (২২), মনির (২৫), মাসুম (২২), তমিজ উদ্দিন (৩২), লালচান রবিদাস (৪৫), শিক্তারানী দাস (১৪), হানিফ (৩৫), হাবিবুরকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়েছে৷