দৈনিকবার্তা=ঢাকা, ১৬ জানুয়ারি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন,নাশকতা সৃষ্টিকারীদের সঙ্গে আওয়ামী লীগ কোনো দিন সংলাপ করবে না৷তিনি বলেন, দেশবাসীর সঙ্গে আমরাও উদ্বিগ্ন, উত্কন্ঠিত৷ দেশে বেশীদিন এই নাশকতা চলতে দেওয়া যায় না৷ এ সপ্তাহের মধ্যে এই আন্দোলন থেমে যাবে৷ নাশকতাকারী ও সন্ত্রাসীদের সঙ্গে আওয়ামী লীগের কোনো সংলাপ হবে না৷
সুরঞ্জিত সেন গুপ্ত শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন৷ চলমান রাজনীতি বিষয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়৷সংগঠনের উপদেষ্টা হাজী মোহাম্মদ সেলিম এমপির সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের নেতা হারম্নন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু প্রমুখ৷
বিএনপির এবারের আন্দোলনে শোচনীয় ভাবে ব্যর্থ হবে মনত্মব্য করে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, তারা আন্দোলনে ব্যার্থ হবে৷ কারণ তাদের আন্দোলনের সঙ্গে জনসম্পৃক্ততা নেই৷ নাশকতা, সন্ত্রাস, সহিসংতা গণতান্ত্রিক আচরণ হতে পারে না৷এ সময়ে তিনি অবিলম্বে এসব নৈরাজ্য বন্ধ করতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ১৪ দলের নেতাকর্মীদের আরো সক্রিয়ভাবে মাঠে থাকার আহ্বান জানান৷বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উদ্দেশে সুরঞ্জিত সেন গুপ্ত বলেন, আপনি যতই কূটনীতিকদের নিয়ে বসেন, লাভ নেই৷ বিশ্বের কোনো দেশই সন্ত্রাস ও নাশকতাকারীদের সঙ্গে নেই৷ আপনার সঙ্গেও নেই৷
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, আপনি কেডা? আওয়ামী লীগের হয়ে কথা বলার আপনি কে? বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এইট টি ইমামকে উদ্দেশ্য করে দেয়া বক্তব্যকেও সমর্থন দেন সুরঞ্জিত সেনগুপ্ত৷ তিনি বলেন, কে কখন কার পক্ষ কথা বলেন তা বুঝা যায় না৷
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আন্দোলনকে ভুয়া আখ্যা দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে আপনা-আপনি এ আন্দোলন বন্ধ হয়ে যাবে৷ তিনি নিজেই (খালেদা জিয়া) বাসায় চলে যাবেন৷ নাশকতাকারী ও সন্ত্রাসের সঙ্গে আওয়ামী লীগের কোনো দিন সংলাপ হবে না বলেও উল্লেখ করেন তিনি৷নাশকতা বন্ধে অস্ত্র ব্যবহার করা হবে, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদ এর এমন বক্তব্য জনগণের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত৷