দৈনিকবার্তা-ঢাকা, ১৬ জানুয়ারি: বিএনপির অবরোধে জনসম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম৷তিনি বলেন, কোথাও অবরোধ নেই৷ তারা চোরাগোপ্তা হামলা করে মানুষ পুড়িয়ে মারছে৷ এ অবরোধের সঙ্গে জনগণের সম্পৃক্ততা নেই৷
স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার মিরপুরস্থ বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস এর মালেক চৌধুরী একাডেমিক ভবনে বাংলাদেশ ডায়বেটিক সমিতি আয়োজিত দূরশিক্ষণ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷ দেশের প্রত্যনত্ম অঞ্চলে প্র্যাকটিসরত চিকিত্সকদের ডায়াবেটিস বিষয়ে প্রশিক্ষণ দেয়ার লক্ষ্যেই এই কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ডায়েবেটিক সমিতি৷
সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক হাজেরা মাহতাবের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক একে আজাদ খান৷এ সময় আরো উপস্থিত ছিলেন, ডেনমার্কেও স্টেনো ডায়াবেটিস সেন্টার এএস এর চিফ ফিজিশিয়ান ড. উলা বিজেরি ক্রিস্টেনসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নুরম্নল হক, কমিউনিটি ক্লিনিক প্রকল্পের প্রকল্প পরিচালক ডা. মাখদুমা নার্গিস, বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মো. সাইফ উদ্দিন প্রমুখ৷
নাসিম বলেন, বিএনপি যা করছে এটা কোনো অবরোধ না৷ অবরোধের নামে এ অশুভ শক্তি মানুষ হত্যার ষড়যন্ত্র৷অবরোধে সহিংসতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিচ্ছে বলেও জানান সরকারের এ মন্ত্রী৷
জনগণের দোড় গোড়ায় স্বাস্থ্য সেবা পেঁৗছে দিতে সরকারের পাশাপাশি সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম৷তিনি বলেন, বেসরকারি উদ্যোগে অনেক গার্মেন্টস ও শিল্পকারখানা গড়ে ওঠেছে৷ তাই এই সকল উদ্যোক্তাদের আহবান জানাবো, আপনারা স্বাস্থ্য সেবার ৰেত্রে এগিয়ে আসুন৷ আপনারা নতুন নতুন হাসপাতাল তৈরি করম্নন অসুবিধা নেই৷
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বলেন, স্বাস্থ্য খাত নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়৷ এই খাতে সবার সহযোগিতা করা উচিত৷ আমরা যারা রাজনীতি করি জনগণের সেবা করার জন্য৷ তাই স্বাস্থ্য খাত হচ্ছে জনগণকে সেবা করার সবচেয়ে বড় খাত৷ তাই আমি আশা করবো এ বিষয়ে সকল রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করবে৷মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল শিক্ষার মান ঠিক রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক-নির্দেশনা রয়েছে৷ আর স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আমি কখনোই মেডিকেল শিক্ষার মান নিয়ে আপোষ করবো না৷