Press Photo-15-01-2015

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি:  ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগ ১৪/০১/২০১৫ তারিখ রাত ০৮.১০ টায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ০১ টি প্রাইভেটকারসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে৷ গ্রেফতারকৃতরা হলো ১৷ মো: পাবেল চৌধুরী, ২৷ মো: ফারহান আব্দুলস্নাহ @ ফালান, ৩৷ মো: হৃদয় সরকার আশিক ও ৪৷ মো: বাহার৷ তাদেরকে বাড্ডা থানাধীন মেরম্নল মত্‍স্য আড়তের বিপরীত দিক থেকে গ্রেফতার করা হয়৷

১৪/০১/২০১৫ তারিখ ডিবি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো: আসাদুজ্জামান এর নেতৃত্বাধীন একটি দল জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী মেরম্নন রংয়ের একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৫-৬১৫৪) যোগে প্রচুর পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ সায়েদাবাদ থেকে বাড্ডার দিকে আসতেছে৷ উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি’র দলটি বাড্ডা থানাধীন মেরম্নল মত্‍স্য আড়তের বিপরীতে অবস্থান নেয়৷ আনুমানিক রাত ০৮.১০ টায় প্রাইভেটকারটি রামপুরা ব্রিজ অতিক্রম করে যাবার প্রাক্কালে ডিবি পুলিশ রাসত্মায় মাইক্রোবাস দিয়ে বেরিকেড তৈরি করে গাড়িটিসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে৷ প্রাইভেটকারটি তলস্নাশি করে সামনের দুই সিটের মধ্যবর্তী স্থান হতে একটি পস্নাস্টিক ব্যাগে রৰিত অবস্থায় ৪০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়৷

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা টেকনাফ সীমানত্মবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে থাকে৷ উক্ত ঘটনায় বাড্ডা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে৷