97692_1

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জানুয়ারি: সাবেক মন্ত্রী ব্যারিষ্টার নাজমুল হুদা প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেত্রীর কাছে দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেৰ নির্বাচন নিশ্চিত করতে অবিলম্বে আলোচনার সূত্রপাত ঘটানোর দাবি জানিয়েছেন৷

বাংলাদেশ মানবাধিকার পার্টির (বিএমপি) চেয়ারম্যান নাজমুল হুদার নেতৃত্বে ২৫ টি দল নিয়ে বাংলাদেশ ন্যাশনাল এ্যালায়েন্স তথা বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ) নামের নতুন একটি রাজনৈতিক জোটের আত্ম প্রকাশ অনুষ্ঠানে তিনি এই দাবি জানান৷ব্যারিষ্টার নাজমুল হুদা বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই জোটের ঘোষণা দেন৷ এ সময় জোটের শরিক নেতারা উপস্থিত ছিলেন৷

তিনি সংবাদ সম্মেলনে বিএনএ’র যৌথ ইশতেহার ঘোষণা করে বলেন, ‘আমরা উপলব্ধি করছি দেশের জনগণ একটি মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বিরাজমান অস্থির পরিস্থিতির অবসান চায়৷ বর্তমান প্রেক্ষাপটে কোন নির্বাচনই অর্থবহ হবে না- যদি নির্বাচন প্রক্রিয়া ও ব্যবস্থায় বিশেষ করে ভোটার তালিকায় ও ভোট প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা না আনা যায়৷

হুদা বলেন, আমরা মনে করি দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে আামাদের প্রসত্মাব ইতিবাচক ভূমিকা রাখবে৷ দুই জোটের নেত্রীর কাছে দাবি, আমাদের প্রসত্মাবকে কার্যপত্র হিসেবে বিবেচনায় নিয়ে অবিলম্বে জাতিসংঘের সহায়তায় আলোচনার সূত্রপাত ঘটান৷ বর্তমান সংকট নিরসনে আলোচনার কোন বিকল্প নেই৷

নতুন জোটের দলগুলো হলো- বাংলাদেশ মানবাধিকার পার্টি (বিএমপি), বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (বিএলডিপি), বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, জাগো বাঙালী, ইউনাইটেড মাইনোরিটি পার্টি, সম্মিলিত নাগরিক পার্টি (ইউসিপি), বাংলাদেশ ইনসাফ পার্টি, দেশপ্রেমিক নাগরিক পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), স্বাধীন পার্টি (এসপি), বাংলাদেশ প্রগতিবাদী জনতা পার্টি (বিপিজেপি), বাংলাদেশ পিপলস ডেমোক্রেটিক পার্টি (বিপিডিপি), গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, গণতান্ত্রিক ন্যাপ, বাংলাদেশ মাইনোরিটি ইউনাইটেড ফ্রন্ট, ন্যাশনাল লেবার পার্টি (এনএলপি), বাংলাদেশ সচেতন হিন্দু পরিষদ, বাংলাদেশ তফসিল ফেডারেশন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন, গণসংগ্রাম পরিষদ, বাংলাদেশ গণশক্তি পার্টি (বিজেএসপি), বাংলাদেশ দুনিয়া দল, বাংলাদেশ রিপাবলিক পার্টি (বিআরপি) ও বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ (বাকশাল)৷সংবাদ সম্মেলনে বিএমপি মহাসচিব আবু হামিদুর রেজা খান ভাসানী, বাংলাদেশ ইনসাফ পাটির চেয়ারম্যান শহিদ চৌধুরী, বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস-এর শেখ শহিদুজ্জামানসহ শরিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন৷