দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের উপর হামলা বিএনপির নীলনকশার একটি অংশ৷তিনি বলেন, বেগম জিয়া আবারো নীলনকশা শুরম্ন করেছেন৷ মঙ্গলবার রিয়াজ উদ্দিনের উপর হামলা এই সেই নীলকশনার অংশ বলে আমরা মনে করি৷ বেগম জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে লাশের রাজনীতি শুরম্ন করেছেন৷ বেগম জিয়া হত্যা-খুনসহ লাশের রাজনীতিতে বিশ্বাস করেন৷
হানিফ বুধবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা’র রাজনৈতিক কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সন্মেলনে এ কথা বলেন৷
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশবাসীসহ আপনারা সাবধানে থাকুন৷ বেগম জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য ভয়ংকর রূপ ধারণ করেছেন৷ যেকোন মূহুর্তে যে কাউকে ছোবল দিতে পারে৷ ক্ষমতায় যাওয়ার জন্য অন্য দলের নেতা নয়, সাধারণ মানুষ নয়, নিজের দলের নেতাকেও হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়৷
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপির অবরোধ কর্মসূচি ব্যর্থ হয়েছে, সাধারণ মানুষ মেরে লাভ হচ্ছে না, তাই তারা এখন নিজ দলের নেতা-কমর্ীদের উপর হামলা করে ৰমতায় যেতে চায়৷ তারই ধারাবাহিকতায় রিয়াজ রহমানের উপর এ হামলা হয়েছে৷
বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাবে তিনি বলেন, বিএনপির নেতারাই জানে না, তাদের দলের লক্ষ্য কি? তাদের দলের লৰ্য জানেন একমাত্র বেগম জিয়া এবং তার লন্ডন প্রবাসী পলাতক পুত্র তারেক জিয়া৷ এ দু’জনের লক্ষ্য হলো দেশকে ব্যর্থ রাষ্ট্র হিসাবে চিহ্নিত করা৷
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন নাহার লাইলী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ডা. আবদুস সোবহান গোলাপ, নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল হোসেন, আমিনুল ইসলাম ও সুজিত রায় নন্দী প্রমুখ৷