জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর করা মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই পেলেন জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেন, সেই সঙ্গে পেলেন দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি৷ রুবেলের দুটি আবেদন শুনে ঢাকার মহানগর হাকিম রাশেদ তালুকদার বুধবার এ আদেশ দেন৷এর ফলে আগামী মাসে ক্রিকেট বিশ্বকাপে খেলতে রুবেলের অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাওয়া নিয়ে শঙ্কা কাটল৷

নারী নির্যাতন দমন আইনে হ্যাপীর করা এ মামলায় গ্রেপ্তার হওয়ার কারণে শঙ্কায় পড়েছিল রুবেলের বিশ্বকাপ৷ গত রোববার আদালত রুবেলকে জামিনে মুক্তি দেয়৷ আর বুধবারের আদেশের পর বিদেশে যেতে রুবেলের আর বাধা থাকল না৷  আইনজীবী মনিরুজ্জামান আসাদের মাধ্যমে করা একটি আবেদনে রুবেল মামলার ধার্য দিনে ব্যক্তিগত হাজিরা থেকে রেহাই চান৷ দ্বিতীয় আবেদনটি করা হয় দেশের বাইরে খেলতে যাওয়ার অনুমতি চেয়ে৷ বিচারক দুটি আবেদনই মঞ্জুর করে আগামী ২ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন৷

এ দিন রুবেল বা হ্যাপী কেউ আদালতে উপস্থিত ছিলেন না৷ তাদের পক্ষে শুনানি করেন আইনজীবীরা৷গত ১৩ ডিসেম্বর মিরপুর থানায় এই মামলা করেন হ্যাপী, যাতে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক’ গড়ার অভিযোগ আনা হয়৷  তবে হ্যাপীর অভিযোগ নাকচ করে এই ক্রিকেটার বলে আসছেন, এই তরুণী তাকে ব্ল্যাকমেইল করছেন৷  রুবেলকে জাতীয় দল ও বাংলাদেশের বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়ার জন্য হাই কোর্টেও একটি রিট আবেদন করেন হ্যাপী৷ তবে আদালত তা খারিজ করে দেয়৷