বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

দৈনিকবার্তা-গাজীপুর ১৪ জানুয়ারি: বাংলাদেশ উন্মুক্তবিশ্ববিদ্যালয় (বাউবি’র) বিএড প্রোগ্রামের ১ম সিমেস্টারের ভর্তি পরীৰা স্থগিত করা হয়েছে৷ বাউবি’র তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম পরিচালক মোঃ আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি’র) বিএড প্রোগ্রামের (২০১৫ ব্যাচ) ১ম সিমেস্টারের শুক্রবার (১৬ জানুয়ারি) অনুষ্ঠিতব্য ভর্তি পরীৰা অনিবার্য কারণবশত: স্থগিত করা হয়েছে৷