দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: সিপিএ চেয়ারপার্সন স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকে সরকারের পাশাপাশি বেসরকারি কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে৷তিনি বুধবার রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের গেস্নাবাল কমপ্যাক্ট নেওয়ার্ক, বাংলাদেশের সিএসআর সেন্টার আয়োজিত ওমেন এমপাওয়ারমেন্ট প্রিন্সিপ্যালস ইন বাংলাদেশ এবং ওমেন ইন নীড ডাইরেক্টরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন৷
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে নারীর অর্থনৈতিক, সামজিক ও রাজনৈতিক ক্ষমতায়নকে এগিয়ে নিতে হবে৷ নারীর ক্ষমতায়নে যেসকল বাধা রয়েছে সেগুলো চিহ্নিত করে নারীর সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতকরণ, বৈষম্য দূরীকরণসহ স্বাস্থ্য, শিক্ষাসহ সকল সেক্টরে নারীর অংশগ্রহণ নর্িিশ্চত করতে হবে
নারীর ক্ষমতায়নকে একটি সার্বিক ও সমন্বিত বিষয় হিসেবে উল্লেখ করে স্পিকার বলেন, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীদের সম্পৃক্তকরণের মাধ্যমেই নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব৷ তিনি বলেন, বাংলাদেশে সামষ্টিক অর্থনৈতিক কর্মকান্ডে নারীর অবদান উলেস্নখযোগ্য৷ নারীর ক্ষমতায়নের কেন্দ্রবিন্দু পরিবার৷ নারীর নিজস্ব কর্মস্থল, পরিবার ও সম্প্রদায়ের মধ্যে নারীকে ক্ষমতায়িত করতে হবে৷তিনি বলেন, নারীর ৰমতায়নকে এগিয়ে নিতে নারী শিক্ষা, জেন্ডার সমতা ও প্রজনন স্বাস্থ্য নিশ্চিতকরণ এবং নারীর প্রতি সহিংসতা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷
স্পিকার বলেন, নারীর ৰমতায়নে বাংলাদেশ বিশ্বে একটি রোল মডেল৷ বাংলাদেশ ইতোমধ্যে নারী উন্নয়নে নারী উন্নয়ন নীতিমালা-২০১১ প্রণয়ন করেছে৷ এই নীতিমালার সঠিক বাসত্মবায়ন, নারীর দৰতা বৃদ্ধি, উপযুক্ত প্রশিৰণ প্রদান ও নারী উদ্যোক্তা তৈরি ও সকল ব্যবসা বাণিজ্যসহ উন্নয়নের সকল ধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে নারীর ৰমতায়নকে এগিয়ে নিতে হবে৷
সিএসআর সেন্টারের সিইও শারমিন এস. জামান এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ইউএসএইড এর পরিচালক অ্যান, গ্রীন ডেল্টা ইন্সুরেন্স এর সিইও ফারজানা চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি কাউন্সিলিং বিভাগের প্রফেসর মেহতাব খানম, ভারতের লাইভলিহুড এন্ড ফেয়ার ট্রেড কনসালটেন্ট দেবাস্মৃতি শ্রীধর, রোটারিয়ান সাফিনা রহমান ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের এমডি আনজাম চৌধুরী ৷