Rofiqul-Islam-Miah

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: বর্তমান সরকার অনির্বাচিত উল্লেখ করে এই সরকারের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি নাকচ করে দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া৷মুচলেকা দিয়ে বিএনপিকে আলোচনায় বসার শর্ত দিয়ে প্রধামন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের বক্তব্যের একদিন পর রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন৷

বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের সামনে আইনজীবীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের এক আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন৷ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রিয়াজ রহমানের ওপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুলি চালিয়েছে৷ মানুষকে রক্তাক্ত করা এই সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই৷

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেন, রিয়াজ রহমানের ওপর সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশে কোনো ব্যক্তি বা গোষ্ঠী গুলি চালিয়েছে৷ মানুষকে রক্তাক্ত করা এই সরকারের সঙ্গে আমাদের কোনো আলোচনা নেই৷

তিনি বলেন, সরকার অবৈধভাবে ক্ষমতায় আছে৷ এই অবৈধ সরকারের বিরুদ্ধে কথা বললে মামলা দিয়ে দেয়৷ অনির্বাচিত সরকারের বিদায় চাই৷ তা না হলে দেশে গণতন্ত্র, মানবাধিকার রক্ষা পাবে না৷তিনি আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহবান জানান৷

বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা বৃহস্পতিবারের হরতাল সফল করতে আহবানও জানান রফিকুল ইসলাম মিয়া৷ সমাবেশ বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রফিকুল হক তালুকদার রাজা প্রমুখ বক্তব্য রাখেন৷ একই সময়ে সন্ত্রাস, জঙ্গিবাদ ও আইন অঙ্গনে নৈরাজ্যের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি কার্যালয়ের অপর পাশে মানববন্ধন ও সমাবেশ করেছে সরকার সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ৷

সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহবায়ক আব্দুল বাসেত মজুমদার সমাবেশ বলেন, দেশে যেসব নৈরাজ্য, দুর্বৃত্তায়ন ও জঙ্গিবাদ চলছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই৷ খালেদা জিয়া গত বছরের মতো এবারও দেশের গণতন্ত্রকে হত্যা করতে সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য শুরু করেছেন৷ খালেদা জিয়া বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ‘নাটক করেন উল্লেখ করে বাসেত মজুমদার বলেন, সকল নাটকে ব্যর্থ হয়ে তিনি অবরোধ ডেকেছেন৷ সেই অবরোধও মুখ থুবড়ে পড়েছে৷

খালেদা জিয়ার উপদেষ্টা রিয়াজ রহমানের ওপর হামলা সম্পর্কে তিনি বলেন, এক বেচারার পায়ের মধ্যে আপনারাই (বিএনপি) গুলি চালিয়েছেন৷ এর মাধ্যমে নতুন নাটক শুরু করেছেন৷শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন,দেশের অগ্রযাত্রা প্রতিহত করতে বিএনপি উঠে-পড়ে লেগেছে৷মানববন্ধন ও সমাবেশে সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, এফআর খান, বশির আহমেদ, রবিউল আলম বুদু প্রমুখ উপস্থিত ছিলেন৷

শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দাবি করে তিনি বলেন,দেশের অগ্রযাত্রা প্রতিহত করতে বিএনপি উঠে-পড়ে লেগেছে৷মানববন্ধন ও সমাবেশে সম্মিলিত আইনজীবী পরিষদের নেতা অ্যাডভোকেট লায়েকুজ্জামান মোল্লা, এফআর খান, বশির আহমেদ, রবিউল আলম বুদু প্রমুখ উপস্থিত ছিলেন৷