দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জানুয়ারি: ব্যাংকের এটিএম বুথ স্থাপনে এখন থেকে আর বাংলাদেশ ব্যাংক থেকে পূর্ব অনুমোদন নিতে হবে না৷ তবে এটিএম বুথে ইলেকট্রনিক লেনদেন ছাড়া অন্য কোন প্রকার লেনদেন করা যাবে না৷
এছাড়া বুথে কোন অনিয়ম পাওয়া গেলে সেই বুথ বাংলাদেশ ব্যাংক বন্ধ করে দিতে পারবে বলে নতুন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বলে জানা গেছে৷ কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ সূত্র জানায়, এখন থেকে এটিএমসহ সব ধরনের ইলেকট্রনিক বুথ স্থাপনে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নেয়ার প্রয়োজন হবে না৷ এটিএম বুথ স্থাপনের ভাড়া ও পরিচালনা খরচের বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন নিতে হবে৷
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এটিএম বুথের ভাড়া ও পরিচালনা খরচে কোনো অনিয়ম পাওয়া গেলে যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারবে৷ প্রয়োজনে সেই বুথের কার্যক্রম বন্ধ করে দিতে পারে বাংলাদেশ ব্যাংক৷ একই সঙ্গে এ জাতীয় বুথে ইলেকট্রনিক লেনদেন ব্যতীত অন্য কোনো প্রকার ব্যাংকিং লেনদেন সম্পাদিত হবে না বলে নতুন প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে৷
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয় যে, বুথের জন্য দ্বিতীয় মেয়াদে ৩ বছর বা তার বেশি সময়ে ভাড়া/ইজারা গ্রহণের ক্ষেত্রে ভাড়া সর্বোচ্চ ১৫ শতাংশ বৃদ্ধি পেলে তার জন্য নুতন করে অনুমোদন নিতে হবে না৷ তবে এর বেশি হল ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন নিতে হবে৷ একই সঙ্গে বিষয়টি এক মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগকে অবশ্যই জানাতে হবে বলে জানা গেছে৷