দৈনিকবার্তা-ঢাকা ১৩ জানুয়ারি: তিন ফরম্যাটেই এখন বিশ্বসেরা সাকিব আর হাসান। বিরল এই রেকর্ডের উচ্চতায় ওঠার পর নিজে থেকেই বুঝি একটা দায়বদ্ধতা চেপে বসল বাংলাদেশের এই অলরাউন্ডারের ওপর। প্রমাণ দেওয়ার একটা ভালো মঞ্চও পেয়ে গেলেন তিনি।
অস্ট্রেলিয়ার টি২০ লিগ বিগ ব্যাশে মেলবোর্নেল ডকল্যান্ডস স্টেডিয়ামে ব্রিসবেন হিমের ওপের দারুনভাবে চেপে বসলেন সাকিব। বল হাতে ঘুর্ণি যাদুতে কুপোকাত করলেন ব্রিসবেনের দলটিকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ ওভার বল করে ৭ রান দিয়ে একাই তিন উইকেট দখল করেছেন সাকিব। শুধু তাই নয়, এন্ড্রু ফ্লিনটফের মত ক্রিকেটারকে রানআউট করে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন তিনি।
টসে জিতে প্রথমে ফিল্ডিং বেছে নেয় সাকিবের দল মেলবোর্ন রেনিগেডসের অধিনায়ক বেন রোহরার। ব্যাট করতে নেমেই সাকিবের ঘূর্ণি যাদুর সামনে পড়ে ব্রিসবেন হিট। এ রিপোর্ট লেখা পর্যন্ত দলটির সংগ্রহ ১০ ওভারে ৭ উইকেটে ৪১ রান।