দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: বর্তমান জনপ্রতিনিধিত্বহীন সরকার পদত্যাগ না করা পর্যন্ত সারাদেশে অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে বিএনপি৷মঙ্গলবার সকালে এক বিবৃতিতে দলের মুখপাত্র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের অবস্থানের কথা পুনবর্্যক্ত করেন৷
তিনি বলেন, ভয়ঙ্কর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্য৷ আমরা স্পষ্টভাষায় বলতে চাই,বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে৷তিনি আরো বলেন, বিএনপি ও ২০ দলীয় জোটের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আমরা আহ্বান জানাব, যে যেখানে যে অবস্থানে আছেন, শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করুন৷ বিজয় না হওয়া পর্যন্ত সকলকে এই কর্মসূচি চালিয়ে যেতে হবে৷
উল্লেখ্য,গত ৫ জানুয়ারি গুলশানের অবরুদ্ধ কার্যালয় থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পরবর্তী ঘোষণা না দেয়া সারাদেশে অবরোধ কর্মসূচির ঘোষণা দেন৷দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, অবরোধকারীরা ন্যায় ও সত্যের পক্ষে৷ তারা জুলুমবাজ রাষ্ট্রশক্তির অত্যাচারের বিরুদ্ধে লড়াই করছে৷ উদ্দেশ্য একটাই- দেশে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা৷
সারাদেশে নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়ে তিনি বলেন,প্রতিদিন আমাদের নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করা হচ্ছে৷ ক্ষমতাসীন দলের সন্ত্রাসীরা নিজেরা নাশকতার ঘটনা ঘটিয়ে বিরোধী দলের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হচ্ছে৷ এভাবে মামলা দিয়ে গ্রেফতার করে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন স্তব্ধ করা যাবে না৷অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তিও দাবি জানান রিজভী৷
সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় উচ্চ পদস্থ মন্ত্রী-নেতাদের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী-নেতারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুত্সিত ও অশ্রাব্য ভাষায় বক্তব্য রেখেছেন৷ আমি তাদের এহেন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি৷
তাদের ওইসব নোংরা বক্তব্যের জবাব একদিন এদেশের জনগণ দেবে বলে আমরা বিশ্বাস করি বলেও জানান তিনি৷সমাবেশের অনুমতি পেলে অবরোধ প্রত্যাহার করা হতে পারে বলে রাতে বিএনপির এক নেতা ইঙ্গিত দিলেও রুহুল কবির রিজভী বলেন, সরকার পদত্যাগ না করা পর্যন্ত অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন তারা৷
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী বলেন,ভয়ঙ্কর দুঃশাসনের কবল থেকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়াই আমাদের চলমান আন্দোলনের উদ্দেশ্যে৷আমরা স্পষ্টভাষায় বলতে চাই,বর্তমান অবৈধ সরকার অপসারণ করে জনগণের ভোটে নির্বাচিত সরকার গঠন না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে৷শান্তিপূর্ণভাবে অবরোধ চালিয়ে যাওয়ার জন্য বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী৷পুলিশের বাধায় দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে ৫ জানুয়ারি কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারা দেশে অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া৷
টানা সাত দিন অবরোধ চলার পর সোমবার রাতে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদের কথায় ঢাকায় বিএনপিকে সমাবেশের অনুমতি দিলে কর্মসূচি প্রত্যাহারের ইঙ্গিত মেলে৷রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বেরোনোর পর তাকে এ বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা৷এটি ২০ দলীয় জোটের সিদ্ধান্তের ব্যাপার৷তবে আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই ইতিবাচক পদক্ষেপ দেখতে পাবেন, জবাবে বলেছিলেন তিনি৷গত ৬ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হওয়ার পর থেকে সাংবাদিকদের কাছে দলীয় বক্তব্য-বিবৃতি পাঠাচ্ছেন রুহুল কবির রিজভী৷