tuhin-malik

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলায় আইনজীবী তুহিন মালিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত৷মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম শামসুল আরেফিন এই গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন৷

গত ৯ ডিসেম্বর তুহিন মালিকের বিরুদ্ধে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক উপসম্পাদক গোলাম রব্বানী মামলাটি করেন৷মামলার পরিপ্রেক্ষিতে তুহিন মালিককে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত৷ তিনি হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়৷

মামলার বাদীর আইনজীবী আবুল কালাম আজাদ জানিয়েছেন আগামী ১০ ফেব্রুয়ারি তুহিন মালিকের গ্রেপ্তারি পরোয়ানার অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে বলা হয়েছে৷ডানপন্থী আইনজীবী হিসাবে পরিচিত তুহিন মালিকের বিরুদ্ধে গত ৯ ডিসেম্বর আদালতে সংবিধান নিয়ে কটূক্তি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানির অভিযোগ দায়ের করেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক উপ-সম্পাদক গোলাম রব্বানী৷মানহানির অভিযোগ আমলে নিয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে ১৩ জানুয়ারির মধ্যে এই আইনজীবীকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারক৷

আর অন্য দুটি অভিযোগের শুনানি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে সেগুলো এজাহার হিসেবে গণ্য করতে শাহবাগ থানার ওসিকে নির্দেশ দেয় আদালত৷তুহিন মালিকের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের ওয়াটার লিলি গার্ডেন মিলনায়তনে এক আলোচনা সভায় সংবিধানের বিভিন্ন অনুচ্ছেদ নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য দেন তিনি৷

তুহিন ওই আলোচনা সভায় বলেন, সংবিধানে সব মুজিবের কাহিনী ও এতে তার পরিবারের গানা-বাজনা জুড়ে দেওয়া হয়েছে৷ এগুলো যে বাতিল করতে চেষ্টা করবে তার ফাঁসি হয়ে যাবে৷ সংবিধানে নাস্তিক্যবাদিতা ও ধর্মহীনতার বিষয় জুড়ে দেওয়া হয়েছে৷ সংবিধানে যা জুড়ে দেওয়া হয়েছে তা কেয়ামত পর্যন্ত কেউ সংশোধন করতে পারবে না৷

তুহিন মালিক আরও বলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ যা চান, মানুষ সেটা হয়ত বোঝে না৷ একমাত্র বিকল্প রয়ে গেছে সংবিধান বাতিল! কিসের জাতির পিতা, কিসের আদর্শ, কিসের চেতনা কিচ্ছুই থাকবে না, ইনশাআল্লাহ!তার এই বক্তব্যে বাদীর ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানি হয়েছে এবং বক্তব্যটি রাষ্ট্রদ্রোহমূলক বলে অভিযোগ করেছেন ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী৷