দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: রাজশাহী এলাকার সাওতাল নারীদের কারিগরি প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ইউসেপ বাংলাদেশ ও ন্যাশনাল ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷ এই চুক্তির আওতায় ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউসেপ-এর রাজশাহী অঞ্চলে পরিচালিত সাওতাল নারীদের কারিগরি শিক্ষা প্রদানে অর্থায়ন করবে৷সোমবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইউসেপ-এর পক্ষে নির্বাহী পরিচালক জাকি হাসান ও ন্যাশনাল ব্যাংক এর পৰে ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান স্বাক্ষর করেন৷
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসেপ-এর চেয়ারপার্সন এ মতিন চৌধুরী, ইউসেপ বোর্ড অব গভর্নরস-এর ভাইস চেয়ারপার্সন এ কিউ সিদ্দিকি, ডাইরেক্টর প্রোগ্রামস (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান এবং ন্যাশনাল ব্যাংকের পক্ষে সিনিয়র এঙ্ােকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ, এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. মাহবুবুর রহমান ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম শরিফুল ইসলাম৷
ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শামসুল হুদা খান বলেন, এনবিএল সব সময় সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করে আসছে এবং ইউসেপ এর মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মাধ্যমে যদি সাওতাল নারীদের প্রশিৰণ প্রদান করে তাদের আর্থ-সামাজিক উন্নয়ন ঘটানো যায় এবং এই ধারাবাহিকতায় ভবিষ্যতে যদি আরো নতুন উদ্যোগ নেয়া হয় তবে সার্বিকভাবে দেশের উন্নয়ন সম্ভব হবে৷ ইউসেপ-এর এ মতিন চৌধুরী আশা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে ন্যাশনাল ব্যাংক ও ইউসেপ একইভাবে আরো অনেক উন্নয়নমূলক কাজ করবে৷