দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জানুয়ারি: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে বলেন,ইরানের সাথে ব্যাপকভিত্তিক একটি পারমাণবিক চুক্তি করার ব্যাপারে আমেরিকা প্রতিশ্রুতিবদ্ধ৷ তিনি আরো বলেন, ফিলিসত্মিনের আইসিসি সদস্যপদ ‘গঠনমূলক’ ছিল না৷ কর্মকর্তারা একথা জানান৷
হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়,যুক্তরাষ্ট্র ইরানের সাথে একটি ব্যাপকভিত্তিক চুক্তিতে পেঁৗছানোর বিষয়ে জোর দেবে যাতে পরমাণু অস্ত্র তৈরি থেকে ইরানকে বিরত রাখা যায় এবং তাদের পরামাণু কর্মসূচি পুরোপুরি শনত্মিপূর্ণ ধাচের কিনা তা আনত্মর্জাতিক সম্প্রদায়ের যাচাইয়ের নিশ্চয়তা বিধান করা৷
বিবৃতিতে আরো বলা হয়, প্রেসিডেন্ট এই ইসু্যতে ইসরাইলের নিরাপত্তা ও তাদের সাথে অব্যাহতভাবে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূরণের বিষয়টির ওপর গুরম্নত্বারোপ করেন৷
এ সপ্তাহের শেষের দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকের প্রাক্কালে প্রেসিডেন্ট ওবামা ও প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে টেলিফোনে এসব কথা হয়৷ ওই সময়ে ইরান ও বৃটেন, চীন, ফ্রান্স, রাশিয়া ও যুক্তরাষ্ট্র এবং জার্মানির মধ্যে তথাকথিত পি৫+১’র আলোচনা ফলপ্রসূ হবে বলে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক আশা করেন৷
হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়,টেলিফোনে কথা বলার সময় ওবামা বলেন, ফিলিসত্মিনের আইসিসিতে অনত্মর্ভূক্তি গঠনমূলক পথে এগুবে বলে যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না৷উল্লেখ্য, ফিলিসত্মিন বুধবার আনুষ্ঠানিকভাবে আইসিসিতে (আনত্মর্জাতিক ক্রিমিনাল কোর্ট) যোগ দেয়৷ ইসরাইলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র এর তীব্র বিরোধিতা করে আসছে৷