দৈনিকবার্তা-ঢাকা ১২ জানুয়ারি: বিএনপি’র নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধের ৭ম দিনে আজ সোমবার দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজধানী ঢাকাসহ সারাদেশের জনজীবন স্বাভাবিক ছিল৷এছাড়াও ঢাকা মহানগর এলাকাকে বাদ দিয়ে এ বিভাগের ১৪ জেলায় বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রভাব তেমন লক্ষ্য করা যায়নি৷
তবে হরতাল ও অবরোধ চলাকালে রাজধানীসহ সারাদেশে বিক্ষিপ্তভাবে বোমা বিস্ফোরণ, যানবাহনে অগি্নসংযোগ, ভাংচুর ও চোরাগোপ্তা হামলার খবর পাওয়া গেছে৷ আজ সোমবার রাজধানীতে ২টি যাত্রীবাহী বাসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে৷এদিকে গত কয়েক দিনের হরতাল-অবরোধ কর্মসূচিতে ব্যবসা-বাণিজ্যের অপূরণীয় ক্ষতির কথা তুলে ধরে এ ধরনের কর্মসূচি বন্ধে আদালতে যাওয়ার কথা ভাবছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা৷সহিংস রাজনৈতিক কর্মসূচির কারণে গত ১২ দিনে সাড়ে চারশ’ কোটি টাকা ক্ষতির কথা জানিয়ে তৈরী পোশাক উত্পাদন ও রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ’র সভাপতি সোমবার এক সংবাদ সম্মেলনে বলেছেন,’প্রয়োজনে তারা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গেও দেখা করবেন৷
বিএনপির ডাকা টানা অবরোধের সপ্তম দিন সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলন করে এ সংকটের কথা তুলে ধরেন বিজিএমইএ’র সভাপতি আতিকুল ইসলাম৷গত মঙ্গলবার থেকে চলা অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স’ানে এ পর্যনত্ম শতাধিক যানবাহনে অগি্নসংযোগ এবং ভাংচুরের ঘটনা ঘটেছে৷ এতে আগুনে পুড়ে কয়েকজনের মৃতু্যও হয়েছে৷ অনেকে দগ্ধ হয়ে মৃতু্য যন্ত্রনায় হাসপাতালে কাতরাচ্ছে৷অবরোধ ও হরতাল চলাকালে আজ সোমবার রাজধানীর বসুন্ধরা সিটি গেট এবং গুলিসত্মানের গোলাপ শাহ মাজার এলাকায় অবরোধকারীরা ২টি বাসে অগি্নসংযোগ করে৷ এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে৷
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাহজাদী সুলতানা জানান, সকালে গোলাপশাহ মাজারের কাছে ‘গাজীপুর পরিবহন’ এবং বারিধারায় বসুন্ধরা সিটি গেট এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷এছাড়াও রাজধানীর হাতিরপুলের সোনারগাঁও রোডে পরপর দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা৷ এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করেছে পুলিশ৷ সোমবার বিকেলে সোনাগাঁও রোডের গ্রামীণ চেকের সামনে এ বিস্ফোরণ ঘটানো হয়৷আটক দুই ব্যক্তি হলেন ইমরম্নল কায়েস ও পথচারী আল-আমিন৷এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি৷
এছাড়া আওয়ামী লীগের জনসভায় আসার পথে সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পরপর ৫ থেকে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫ জন আহত হয়েছে৷ তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
অপরদিকে, সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপসের নেতৃত্বাধীন একটি মিছিল আওয়ামী লীগের জনসভায় আসার পথে আজিমপুর এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মিছিল লক্ষ্য করে ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় ৷তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ নিশ্চিত করেন৷এদিকে রাজধানীর পুরান ঢাকার বংশাল নাজিরাবাজার এলাকায় আজ বিকেলে দুবর্ৃত্তদের বোমা হামলায় এক নারীসহ ৩ জন আহত হয়েছে৷এ সময় লালবাগ এলাকায় ককটেল হামলার ঘটনায় এক রিকসা চালক ও পথচারী আহত হয়েছে৷ বংশাল ও লালবাগের বোমা বিস্ফোরণে আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধের প্রতিবাদ ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ ১৪ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল৷বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের সমাবেশের দিনে এ হরতাল পালন করছে দলটি৷
হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ও ভুলতায় সড়কে আগুন, ককটেল বিস্ফোরণ ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি নেতা-কর্মীরা৷সাভারে পুলিশের বাধা উপেক্ষা করে মহিলা দল বিক্ষোভ মিছিল করলে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ৷ এছাড়া সাভার বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাড়কে রাজালাখ ফার্ম রোডে ১০টি বাস ভাঙচুর করেছে ছাত্রদল কর্মীরা৷এছাড়া গাজীপুরের টঙ্গীতে প্রাইভেটকার ছাড়াও জয়দেবপুর রেলক্রসিং এলাকায় সিমেন্টবাহী ট্রাকে আগুন দিয়েছে নেতা-কর্মীরা৷রাজধানীর বাইরে নরসিংদী, টাঙ্গাইল, মানিকগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর ও নেত্রকোণায় এ হরতাল পালন করা হয়৷
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান৷লাগাতার অবরোধের সপ্তম দিনে রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়া হয়েছে৷ এছাড়া তিনটি স্থাতে হাতবোমা বিস্ফোরণে আহত হয়েছেন সাতজন৷
সোমবার গুলিস্তান এবং বসুন্ধরা আবাসিক এলাকার ফটকের কাছে দুটি বাসে অগি্নসংযোগে কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহজাদী সুলতানা জানিয়েছেন৷সকাল পৌনে ১০টার দিকে গুলিস্তান গোলাপ শাহ মাজারের কাছে গাজীপুর পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়৷ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভায়৷প্রগতি স্মরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনের এলাকায় তুরাগ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয় বেলা পৌনে ১২টার দিকে৷
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলের অবরোধের ষষ্ঠ দিন রোববার ঢাকায় দুটি বাস পোড়ানো হয়৷ তার আগের দিন আগুন দেওয়া হয় অন্তত ১০টি গাড়িতে৷ শুক্রবার পোড়ানো হয় ১০টি যানবাহন৷ বৃহস্পতিবার আগুন দেওয়া হয় তিনটি বাসে৷তার আগে মঙ্গলবার রাজধানীতে আগুন দেওয়া হয় ছয়টি গাড়িতে৷ বুধবার সারাদিন মোটামুটি শান্ত থাকলেও সন্ধ্যার পরপরই চারটি বাস পোড়ানো হয়৷অবরোধের সপ্তম দিন বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার, সুরিটোলা ও তাঁতীবাজারে বোমা বিস্ফোরণে এক নারীসহ সাতজন আহত হয়েছেন৷
আহতরা হলেন- মো. হাসান (৩০), মিলন (৩০), জাবেদ (৩৫), আ. লতিফ (৩৫), আসলাম (৩৫), আব্দুল জব্বার (৪০) ও নিপা আক্তার (২৫)৷ এরা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নেন৷
কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে বিকালে দুটি হাতবোমা বিস্ফোরণে হাসান, মিলন, জাবেদ, লতিফ ও আসলাম আহত হন৷তারা নবাবগঞ্জ উপজেলা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এসেছিলেন৷পলাশ নামে এক যুবক নিজেকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠনিক সম্পাদক পরিচয় দিয়ে হাসপাতালে সাংবাদিকদের বলেন, বিকাল ৪টার দিকে তারা কয়েকটি গাড়িতে করে সমাবেশস্থলে আসেন৷
কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে সকলে বাস থেকে নেমে সমাবেশস্থলে রওয়ানা দেন৷ কিছু যুবক শহীদ মিনারে বসে বিশ্রাম করছিল৷ এসময় হঠাত্ দুটি ককটেল বিস্ফোরিত হয়৷বিকাল সাড়ে ৩টার দিকে সুরিটোলা স্কুলের সামনের রাস্তায় দুটি হাতবোমা বিস্ফোরিত হলে রিকশা আরোহী নিপা আহত হন৷ তিনি ওই সময় নাজিরাবাজার হাজী ওসমান গণি লেনের বাসায় যাচ্ছিলেনপ্রায় একই সময় তাঁতীবাজার এলাকায় একটি হাতবোমা বিস্ফোরিত হলে পথচারী আব্দুল জব্বার আহত হন৷
হাসপাতাল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আহত প্রায় সবার পায়ে বোমার সি্প্লন্টারের জখম রয়েছে৷ তবে কেউ গুরুতর আহত নন৷ এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সময় মতো ছেড়ে যাচ্ছে লঞ্চ৷ ইজতেমার ফেরত যাত্রী থাকায় যাত্রীর চাপ অবরোধের অন্যদিনের চেয়ে অনেক েবেশি৷রাজধানীর সড়কে গণপরিবহনের চলাচল স্বাভাবিক থাকায় অবরোধের কোনো প্রভাব পড়েনি নগরবাসীর জীবনে৷তবে দূরপাল্লার বাস ছেড়ে না যাওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে সড়ক পথের যাত্রীদের৷
সহিংসতা এড়াতে নগরীর বিভিন্ন পয়েন্টে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থা৷এদিকে, রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুবর্ৃত্তরা৷ সেইসঙ্গে পেট্রোল বোমাও নিক্ষেপ করে৷ এ সময় ২ জন দগ্ধ হন৷ আর পালাতে গিয়ে ট্রাকচাপায় একজনের মৃতু্য হয়৷
চুয়াডাঙ্গা ঃঅবরোধে নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা থেকে ১৬টি যাত্রীবাহী বাস ও দুটি কাঁচামাল ভর্তি ট্রাক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে৷ গতকাল রোবাবার রাত ৮টায় জেলা শহরের বড় বাজার থেকে ১০ টি বাস ২ টি কাচামালের ট্রাক ও দামুড়হুদা উপজেলার সীমানত্ম শহর দর্শনার পরিবহন কাউন্টারগুলোর সামনে থেকে ৬ টি বাস একযোগে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়৷
বাসের সামনে ও পেছনে রয়েছে পুলিশ-বিজিবির কড়া পাহারা৷ এর সাথে থাকছে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালত৷ এর আগে, শনিবার পরিবহন মালিক সমিতি এক জরম্নরী সভায় মিলিত হয়ে অবরোধের কারণে দীর্ঘ বিরতির পর প্রশাসনের দেয়া নিরাপত্তার আশ্বাসে চুয়াডাঙ্গা থেকে রাতে ঢাকার বাস ছাড়ার সিদ্ধানত্ম নেয়৷ ছেড়ে যাওয়া ১৬টি নৈশ কোচে যাত্রী ছিল পরিপূর্ণ৷
যাত্রীরা জানান, নিরাপত্তা ব্যবস্থা দেখে জরুরী কাজ সারতে রওনা হয়েছেন তারা৷ তবুও সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভূল করলেন না৷ তবে সারা পথ এমন নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকলে হয়তো গনত্মব্যে পৌঁছতে অসুবিধা হবে না বলে আশা প্রকাশ করেন বাসের চালক৷
চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার (এএসপি) মো. কামরম্নজ্জামান জানান, পুলিশ পরিবহনগুলো পাহারা দিয়ে পরের জেলার পুলিশের কাছে হসত্মানত্মর করবে৷ আর বিজিবির পাহারা থাকবে ফেরি পার হওয়ার আগ পর্যনত্ম৷এছাড়া পথে যেকোনো ধরনের নাশকতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে প্রযোজনীয় ব্যবস্থা নেবেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নেতৃত্বে গঠিত আদালত৷
চুয়াডাঙ্গা ঃবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা চুয়াডাঙ্গা -১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি শামসুজ্জামান দুদু ঢাকায় গ্রেপ্তার হওয়ার সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রচার হলে চুয়াডাঙ্গা জেলা বিএনপি ও ছাত্রদল যৌথ বিৰোভ রেব করে৷ চুয়াডাঙ্গা প্রধান ডাকঘরের সামনে থেকে মিছিলটি শুরম্ন হওয়ার সাথে সাথে পুলিশ মিছিলে লাঠিচার্জ শুরম্ন করে তা ছত্রভঙ্গ করে দেয়৷ এসময় পুলিশি ধাওয়ায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা পালানোর সময় পুলিশ ছাত্রদল নেতা মামুনসহ ২ জনকে আটক করে৷ পরে দুদুর চুয়াডাঙ্গার বাসায় সহকারী পুলিশ সুপারের (এএসপি) নেতৃত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বাসায় তল৷রাশি অভিযান চালানো হয়৷
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের সিড়ি থেকে ২টি ককটেল স্বাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ৷ আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে আদালতের ২য় সিড়ি থেকে ২টি এবং ৩য় সিড়ি থেকে ২টি উদ্ধার করা হয়৷ এঘটনায় আদালতে আতংক সৃষ্টি হয় সাধারণ মানুষের মাঝে৷ চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কেএম মোস্তাকিনুর রহমান ও অন্যান্য বিচারকবৃন্দ ঘটনাস্থল পরির্দশন করেছেন৷ আদালতের পিপি, এপিপি ও জিপিসহ আইনজীবিগণ এসময় উপস্থিত ছিলেন৷ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন চাঁপাইনবাবগঞ্জের এএসপি (হেড কোয়ার্টার) অহিদুল ইসলাম৷
পিপি এ্যাড. জবদুল হক জানান, আজ (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের ২য় সিড়ি থেকে ২টি এবং ৩য় সিড়ি থেকে ২টি ককটেল জাতীয় বস্তু উদ্ধার করেছে পুলিশ৷ ককটেল বিষ্ফারণ ঘটিয়ে বিচারক এবং আইনজীবিদের ক্ষতি করার জন্যই পরিকল্পনা করে এসব বস্তু রাখা হয়েছিল৷ তবে, কে বা কারা এসব বস্তু আদালতে রেখে গেছে এবিষয়ে কিছু জানা যায়নি৷ পুলিশ বস্তুগুলো উদ্ধার করে নিয়ে গেছে এবং এব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ৷ খারাপ পরিকল্পনা নিয়ে আদালতে ককটেল জাতীয় বস্তু রাখা হয়েছিল বলে তিনি জানান৷
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ পাঁচবিবির প্রতিষ্ঠিত ব্যবসায়ী ভগবত প্রসাদের মেঘনা গ্রম্নপের সোয়াবিনের ৬০টি ড্রাম ঢাকার মেসার্স লিটন ব্রাদার্স (গুলবদন মার্কেট) থেকে গত ২২ ডিসেম্বর ক্রয় করে সরবরাহের জন্যে মেসার্স এস আর ট্রান্সপোর্ট এজেন্সি এর ঢাকা অফিসকে দায়িত্ব দেয়৷ দীর্ঘ দিনে তেলগুলো পাঁচবিবিতে না পেঁৗছায় ব্যবসায়ীর পুত্র কার্তিক চন্দ্র গুপ্ত গত ২৬ ডিসেম্বর পাঁচবিবি থানায় একটি সাধারণ ডায়েরী করেছে (নং-১১৫৫)৷ এদিকে দীর্ঘ ২২ দিনেও ব্যবসায়ীর সাড়ে ১১ লৰ টাকা মূল্যের সোয়াবিন তেল এর ৬০টি ড্রাম না আসায় ব্যবসা প্রতিষ্ঠানে হতাশা নেমে এসেছে৷ এতে ক্রেতারা নিয়মিত তেল ক্রয় করতে এসে তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছে৷ ঘটনার বিষয়ে মেসার্স এস আর ট্রান্সপোর্ট এজেন্সির ম্যানেজার সাম্পু সাহা এর নিকট মোবাইলে (০১৭১৯-৩৮০১৩৬ ও ০১৯১৯-৩৮০১৩৬) কথা বললে বিভিন্ন তাল বাহানা দেখিয়ে ফোন কেটে দেয়৷ ঘটনাটি ছিনতাই না আত্মসাত্ ? বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে৷
কুমিল্লা : কুমিল্লায় বিএনপি জামায়াতের আহুত অবরোধ ও হরতাল বিরোধী মিছিল করেছে দক্ষিণ জেলা আওয়ামীলীগ ও সংসদ সদস্য হাজী বাহার সমর্থিত আওয়ামীলীগের নেতাকর্মীরা৷ সোমবার সকালে নগরীর রামঘাট ও পূবালী চত্তর আওয়ামীলীগ কার্যালয় থেকে পৃথক দুটি মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদৰিণ করে৷ এসময় মিছিলকারীরা হরতাল বিরোধী শেস্নাগান দেয়৷ পরে তারা পূবালী চত্তরে হরতাল বিরোধী এক সমাবেশ করে৷
বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ, তারেক জিয়ার বক্তব্য প্রচারে বিধি নিষেধের প্রতিবাদ ও মির্জা ফখরুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে কুমিলস্না জেলা ছাত্রদলের আহবানে আজ সোমবার ভোর ৬টা থেকে কুমিলস্না জেলায় সকাল সন্ধ্যা হরতাল শুরম্ন হয়েছে৷সকালে মহাসড়কের ঝাগুরঝুলিতে একটি কাভার্ডভ্যান ট্রাকে অগি্ন সংযোগ করে হরতাল সমর্থনকারীরা৷ সকাল থেকেই নগরীর দোকান,পাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে৷ নগরীর বাস টারমিনালগুলো থেকে দুরপালস্নার যানবাহন ছেড়ে য়ায়নি৷ নগরীতে হরতাল সমর্থনে মিছিল করেছে জেলা ছাত্রদলের কর্মীরা৷ নাশকতা প্রতিরোধে নগরীর গুরম্নত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে৷বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও নেতাকমর্ীদের মুক্তির প্রতিবাদে গাইবান্ধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ-সমাবেশ
কেন্দ্রিয় কর্মসীচির অংশহিসেবে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ ও নেতাকমর্ীদের মুক্তির প্রতিবাদে গাইবান্ধায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ-সমাবেশ করেছে৷ সোমবার সকালে জেলা জজ কোর্ট চত্ত্বরে এক বিক্ষোভ মিছিল বের হয়৷ পরে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগাঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এ্যাডভোকেট বেলাল হোসেন, জাহা্ঙ্গীর আলম, মিজান বাবু, তাসমিন বেগম মিলা, শাহনেওয়াজ, মকছেদুর রহমান, মতিন প্রমূখ৷ এসময় বক্তরা অবিলম্বে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে মুক্তি দিয়ে বিএনপি’র নেতা-কমর্ীদের মুক্তির দাবী জানান৷
ময়মনসিংহঃ মঙ্গলবার ময়মনসিংহ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি৷বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা শমশের মবিন চৌধুরী ও শামসুজ্জামান দুদুসহ নেতৃবৃন্দকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতাল আহ্বান করা হয়৷
সোমবার দুপুরে বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হরতাল পালনের কর্মসুচী ঘোষণা করা হয়৷সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ৷ এসময় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালকুদার, দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের জেলা সভাপতি শাহিদুল আলম খসরু উপস্থিত ছিলেন৷
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়কসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার, কারাবন্দী সকল নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়৷
বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক ও জেলা সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন বলেন, ভোটারবিহীন অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে৷ তিনি বলেন, এক অনিশ্চিত গন্তব্য থেকে গণতন্ত্র, আইনের শাসন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা আজ অত্যন্ত জরুরি৷ তিনি দেশের এ সঙ্কট উত্তরণে অবিলম্বে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ থেকে মুক্ত করার দাবি জানান৷তিনি ময়মনসিংবাসীকে মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল পালনের মধ্যদিয়ে অবৈধ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান৷ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক মোতাহার হোসেন তালকুদার ময়মনসিংহবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানান৷ চাঁপাইনবাবগঞ্জ আদালত ভবন থেকে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
শোর প্রতিনিধি:যশোরে অবরোধে পিয়াজ বোঝাই একটি ট্রাকে বোমা হামলা করেছে দুবর্ৃত্তরা৷ সোমবার ভোরে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি ধোপাখোলায় এ ঘটনা ঘটে৷ প্রত্যক্ষ দশর্ীরা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ট্রাকটি ঢাকায় যাওয়ার পথে অবরোধকারীদের হামলার শিকার হয়৷ ট্রাক আসতে দেখে মাঠের ভেতর থেকে দুবর্ৃত্তরা এসে ট্রাকে বোমা হামলা চালায়৷ ট্রাক থামিয়ে চালক ও তার সহকারী পালিয়ে গেলে তারা আগুন ধরিয়ে দেয়৷ এতে ট্রাকটিতে আগুন ধরে যায়৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে৷ আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে এবং আংশিক পিয়াজ নষ্ট হয়েছে৷
যশোর পুলিশের মুখপাত্র রেশমা শারমিন জানান, সোমবার ভোর রাতে এই হামলার ঘটনা ঘটে৷ খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে৷ এসময় হামলাকারীরা পালিয়ে যায়৷
এদিকে, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের বিরম্নদ্ধে গাড়ি পোড়ানোর মামলা দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে যশোর থেকে প্রকাশিত দৈনিক লোকসমাজ পত্রিকার সংবাদিক ও কর্মচারীরা৷ তরিকুল ইসলাম পত্রিকাটির প্রকাশক৷ প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে সোমবার সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারম্নল কবীর নান্টু৷ অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি নূর ইসলাম, লোকসমাজের বার্তা সম্পাদক রাজেক জাহাঙ্গীর, সুন্দর সাহা, বি এম আসাদ, এস এম সোহেল, আকরামুজ্জামান ৷ সমাবেশে বক্তারা বলেন, লোকসমাজের প্রকাশক তরিকুল ইসলাম ও তার ছেলে পত্রিকাটির নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত গাড়ি পোড়াতে পারেন- এ কথা সাধারণ মানুষ কেন, পুলিশও বিশ্বাস করে না৷ কিন্তু রাজনৈতিক কারণে তাদের বিরম্নদ্ধে মামলা দেওয়া হয়েছে৷ গাড়িতে আগুন দিয়ে যারা মানুষ হত্যা করেছে তাদের গ্রেফতার দাবি করে বক্তারা অবিলম্বে তরিকুল ইসলামের বিরম্নদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের আহ্বান জানান৷ প্রসঙ্গত, ৭ জানুয়ারি ভোরে যশোরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা৷ ওই ঘটনায় অগি্নদগ্ধ হয়ে বাসের হেলপার মুরাদ রবিবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় ঢাকায় মারা যান৷ গাড়ি পোড়ানোর ঘটনায় পুলিশ বাদী হয়ে তরিকুল ইসলামসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের শীর্ষপর্যায়ের ৪৯ নেতাকমর্ীকে আসামি করে পৃথক দুটি মামলা করে৷ অগি্নদগ্ধ হেলপার মুরাদ মারা যাওয়ায় একটি মামলা হত্যা মামলায় রূপানত্মরিত হবে বলে জানান কোতোয়ালি থানার ওসি ইনামুল হক৷
ফেনী ঃ ফেনীকে ম্যাজিষ্ট্রেটের গাড়ীতে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ফেনী জেলা জামায়াতের আমীর একেএম সামছুদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ৷ গতকাল সোমবার দেড়টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করা হয়৷দলীয় সূত্রে জানা যায়, ওই দিন দুপুরে মামলা সংক্রান্ত কাজে জেলা ও দায়রা জজ আদালতে যান জেলা জামায়াতের আমীর একেএম সামছুদ্দিন৷ দুপুর দেড়টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ৷ এ ছাড়াও তিনি শহরের কেন্দ্রিয় শহীদ মিনার ভাংচুর মামলার চার্জশীটভুক্ত আসামী৷এদিকে জামায়াত নেতা সামছুদ্দিন গ্রেফতারের ঘটনা নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোস বিরাজ করছে৷
ফেনীতে নাশকতার আশংকায় আরও ১৫ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷ গত বরিবার রাতভর অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়৷সংশ্লিষ্ট সূত্র জানায়, হরতাল অবরোধে নাশকতার ঠেকাতে যৌথবাহিনী বিশেষ অভিযান চালিয়ে নাশকতার আশংকায় জেলার বিভিন্ন স্থান থেকে বিএনপি-জামায়াতের ১৫ নেতাকর্মীকে আটক করে৷ তবে জেলা নিয়ন্ত্রন কক্ষ আটকের সত্যতা নিশ্চিত করলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো নাম ঠিকানা জানা যায়নি৷ অবরোধ কর্মসূচির সপ্তম দিনঃ খুলনায় ২০দলের মিছিল সমাবেশ অব্যাহত
খুলনা ঃঅবরোধ কর্মসূচির সপ্তম দিন সোমবার সকালে নগরীর পিটিআই মোড় থেকে জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপি সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জুর নেতৃত্বে বিশাল মিছিল বের হয়৷ মিছিলটি আহসান আহমেদ রোড, শামসুর রহমান রোড, ডাকবাংলো, পিকচার প্যালেস মোড় অতিক্রম করে কে ডি ঘোষ রোডে বিএনপি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়৷ জোটের সমন্বয়ক ও মহানগর বিএনপির সভাপতি নজরম্নল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরম্নল ইসলাম দাদু ভাই৷ বক্তব্য রাখেন মেয়র মনিরম্নজ্জামান মনি, এ্যাড. এস এম শফিকুল আলম মনা, জামায়াতের মহানগর নায়েবে আমীর মাষ্টার শফিকুল ইসলাম, বিজেপির মহানগর সভাপতি এ্যাড. লতিফুর রহমান লাবু, পিপলস লীগের সভাপতি ডাঃ সৈয়দ আফতাব হোসেন, বিএনপি নেতা সাহারম্নজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, অধ্যাপক ডাঃ গাজী আব্দুল হক, শেখ খায়রুামান খোকা, সিরাজুল ইসলাম মেঝো ভাই, ফখরুল আলম, এ্যাড. ফজলে হালিম লিটন, বিজেপির সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, জেপির সাধারণ সম্পাদক গোলাম মোসত্মফা, জামায়াতের খান গোলাম রসুল, খেলাফত মজলিসের মাওলানা আলী আহমেদ, বিএনপি নেতা রেহানা ঈসা, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, খান জুলফিকার আলী জুলু, মাহবুব কায়সার, আসুদুজ্জামান মুরাদ, মোলস্না খায়রম্নল ইসলাম, শফিকুল আলম তুহিন, মেহেদী হাসান দীপু, শের আলম সান্টু, আজিজুল হাসান দুলু, আব্দুর রহিম বঙ্ দুদু, মনিরম্নল হাসান বাপ্পী, শেখ সাদী, নিজাম উর রহমান লালু, ইকবাল হোসেন খোকন, হাসিবুল হক বাবলা, সাদিকুর রহমান সবুজ, জালু মিয়া, ইউসুফ হারুন মজনু, সাজ্জাদ আহসান পরাগ, জি এম কামরম্নজ্জামান টুকু, এমরানুল কবির নাসিম, কে এম হুমায়ুন কবির, একরামুল কবির মিল্টন, শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, হাসানুর রশিদ মিরাজ, আব্দুল আজিজ সুমন, নিয়াজ আহমেদ তুহিন, আতিকুর রহমান তিতাস, শামীম কবির, শামসুজ্জামান চঞ্চল, আরিফুজ্জামান আরিফ, কামরান হাসান, এবাদুল হক রম্নবায়েদ, ছাত্রশিবির নেতা মীম মিরাজ হোসেন, বিএনপি নেতা নাজিরউদ্দিন আহমেদ নান্নু, হাফিজুর রহমান মনি, মীর কবির হোসেন, বদরম্নল আনাম, মোঃ জামালউদ্দিন, কাজী শফিকুল ইসলাম শফি, বাচ্চু মীর, মেজবাহউদ্দিন মিজু, রবিউল ইসলাম রবি, মুজিবর রহমান ফয়েজ, শেখ আব্দুল জব্বার, আসিফ ইকবাল লিটন, মহিউদ্দিন টারজান, শেখ ইমাম হোসেন, সরদার ইউনুস আলী, নাসির খান, জাহিদুর রহমান রিপন, ওয়াহিদুর রহমান দীপু, ফারম্নক হিল্টন, মাহবুব হাসান পিয়ারম্ন, জি এম রফিকুল হাসান, মাহবুব হোসেন, ময়েজউদ্দিন চুন্নু, মোলস্না সাইফুর রহমান, আতাউর রহমান রম্ননু, আবু সাঈদ শেখ, মেহেদী হাসান সোহাগ, সাবি্বর আহমেদ, শাকিল আহমেদ, হাসনা হেনা, মোসত্মফা কামাল, শেখ ফারম্নক হোসেন, মাওলানা আব্দুল গফফার, জাহিদ কামাল টিটো, আব্দুর রব, হেদায়েত হোসেন হিদু, সিদ্দিকুর রহমান, আব্দুর রহমান, সাইফুল ইসলাম সান্টু, মোহাম্মদ আলী, সাইমুন ইসলাম রাজ্জাক, রোকেয়া ফারম্নক, মোলস্না ফিরোজ আহমেদ, রিয়াজ শাহেদ, নাদিরা হোসেন তুলি, জি এম মইনউদ্দিন, ওহেদুজ্জামান, মাওলানা শফিকুল ইসলাম, সিরাজুল ইসলাম মানিক, শেখ জাফিরম্নল ইসলাম, জাহান আলী প্রমুখ৷
এদিকে সকাল ৮টায় নগরীর দৌলতপুর থানা ২০ দলীয় জোট মিছিল সমাবেশ করেছে৷ মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক অধ্যৰ তারিকুল ইসলাম, থানা সভাপতি শেখ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু, থানা জামায়াতের সেক্রেটারি ইকবাল হোসেন, বিএনপি নেতা মুর্শিদ কামাল, সাজ্জাদ হোসেন তোতন, এস এম ইদ্রিস আলী প্রমুখ৷
সিলেট: সিলেটে পুলিশের সামনে ট্রাকে আগুন দিয়েছে দুর্বত্তরা৷ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় এ ঘটনা ঘটে৷প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ট্রাক (যশোর-ট ১১ ২৭০৬) ঘটনাস্থলে পৌঁছামাত্র দুবৃর্ত্তরা নারায়ে তকবীর’ স্লোগান দিয়ে ট্রাকটিতে অগি্নসংযোগ করে৷ এ সময় টহলরত কয়েকজন পুলিশ সদস্য দূর থেকে দাঁড়িয়ে ঘটনা প্রত্যক্ষ করছিলেন৷ তবে তারা কাউকে আটক করতে পারেননি৷স্থানীয় লোকজন তাত্ক্ষনিক পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন৷ এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি৷ এ ঘটনার পর পুলিশকে ভত্সনা করেন উপস্থিত লোকজন৷
আগুনে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় উল্লেখ করে ট্রাক চালক কবির আহমদ বলেন, সিলেটে মালামাল আনলোড করে গাড়ি নিয়ে বরিশালের উদ্দেশে রওয়ানা হই৷গাড়িতে রক্ষিত ৩৫ হাজার টাকাও আগুনে পুড়ে যায় বলে জানান চালক৷পুলিশের সামনে অগি্নসংযোগের অভিযোগ অস্বীকার করে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, পুলিশ এসময় দূরে ছিল৷ লোকজনের অভিযোগ সত্য নয়৷
দিনাজপুর: টানা অবরোধে দিনাজপুরের ২ উপজেলায় ৩টি ট্রাকে অগি্নসংযোগের ঘটনায় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশের আওতায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে৷এসব মামলায় ২২০ জনকে আসামী করা হয়েছে৷ এর মধ্যে ৮০ জন এজাহারভূক্ত ও ১৪০ জন অজ্ঞাত আসামী রয়েছে৷ পুলিশ এ পর্যনত্ম ১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাতে সদর উপজেলার চকরামপুর ও রামডুবিতে ২টি এবং বিরল উপজেলার বাজনাহার নামকস’ানে ১টি মাল বোঝাই ট্রাকে বিএনপি-জামায়াতের ক্যাডারেরা পেট্রোল ঢেলে অগি্নসংযোগ করে৷ পৃথক এ ৩টি অগি্নসংযোগ ও নাশকতার ঘটনায় আজ সংশিস্নষ্ট ২টি থানায় সন্ত্রাস বিরোধী অধ্যাদেশে ৩টি মামলা দায়ের করা হয়৷
রোববার রাত ১০টা থেকে সোমবার ভোর পর্যনত্ম সদর উপজেলার চকরামপুর ট্রাক অগি্নসংযোগ ঘটনায় চালক সাদেক আলী ও রামডুবির অগি্নসংযোগের ঘটনায় কোতয়ালী থানার এএসআই দুলাল চন্দ্র অধিকারী এবং বিরল উপজেলার বাজনাহারের ঘটনায় ট্রাক চালক মোসত্মফা বাদী হয়ে জামায়াত-বিএনপি’র ৮০ জন ক্যাডারকে আসামী করে কোতয়ালী ও বিরল থানায় পৃথক ৩টি মামলা দায়ের করেন৷ দায়েরকৃত ৩ মামলায় অজ্ঞাত আসামীর সংখ্যা ১৪০ জন৷
বাজনাহারের ঘটনার মামলার এজাহারভুক্ত আসামী বিএনপি নেতা আক্কাস আলী (৪০)কে আজ দুপুরে পুলিশ গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন৷ মামলার তদনত্মকারী কর্মকর্তা এসআই আব্দুল হাই সরকার অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড প্রার্থনা করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷অপর ২টি মামলা কোতয়ালী থানার এসআই বিদু্যত্ কুমার সরকার এবং এসআই রেজাউল ইসলাম তদনত্ম করছেন৷ এই ২টি মামলার এজাহারভূক্ত ৪০ আসামী ও অজ্ঞাত আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ খালেকুজ্জামান জানান৷ এছাড়া ব্রাহ্মনবাড়িয়া,হবিগঞ্জ,সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন স’ানে বোমা হামলার খবর পাওয়া গেছে৷