Rangamati_thereport24

দৈনিকবার্তা-রাঙ্গামাটি, ১২ জানুয়ারি: রাঙ্গামাটি শহরে আবারো কারফিউ জারি করা হয়েছে৷ সোমবার বিকাল ৫টা পর্যন্ত কাউফিউ প্রত্যাহার করা হলেও জারি রাখা হয় ১৪৪ ধারা৷তবে সোমবার বিকাল ৫টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত রাঙ্গামাটি শহরে পুনরায় কারফিউ বলবত্‍ থাকবে৷ ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন৷

এদিকে সোমবার সকাল থেকে রাঙ্গামাটি শহরের বিভিন্ন পয়েন্টে সেনাবাহিনী বিজিবি, র্যাব ও পুলিশের টহল জোরদার করা হয়েছে৷ কারফিউ মেনে চলার জন্য পুলিশ ও জেলা পুশাসন থেকে প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে৷ কারফিউ ভঙ্গের দায়ে এ পর্যন্ত ৩৫ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী৷ রাঙ্গামাটি শহরে সমস্ত দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ শহরে বিরাজ করছে থমথমে অবস্থা৷

কারফিউ চলাকালে শহরবাসীকে স্ব-স্ব বাড়ি-ঘরে অবস্থান করতে বলা হয়েছে৷ অলিতে গলিতে কোনো ব্যক্তি কিংবা তাদের প্রাপ্ত-অপ্রাপ্ত বয়স্ক সন্তানদের ঘরেই বাইরে যাওয়ায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং কারো কাছে আঘাত করতে সক্ষম এমন কোনো দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়৷কারফিউ ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জেলা ম্যাজিস্ট্রেটের আদেশে বরাদ্দ দিয়ে শহরের মাইকিং চলছে৷

এদিকে দুপুরে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে আরেক দফা উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠক শেষে ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান কারফিউ চলাকালে গণমাধ্যম ও জরুরি সরকারি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের কর্মকর্তা-কর্মচারীরা স্ব স্ব প্রতিষ্ঠানের পরিচয়পত্র প্রদর্শনপূর্বক সীমিত আকারে চলাচল করতে পরবে৷ বাহিনী সুত্রে জানাগেছে, কারফিউ চলাকালীন সময়ে শহরে গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে৷