salam-1420948697_203043

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: রাষ্ট্রদ্রোহের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য একুশে টেলিভিশনের চেয়ারম্যান আবদুস সালামকে আবারো ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত৷ রোববার বিচারক ওয়ায়েস কুরুণী জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন৷ তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মশিউর রহমান রোববার ঢাকার মহানগর হাকিম আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন৷

সালামের আইনজীবী ইউনুস আলী বিশ্বাস ও বিএনপিপন্থি আইনজীবী নেতা মোসলেহ উদ্দিন জসীম বলেন, রিমান্ডের বিরোধিতা এবং জামিনের আবেদন করা হয়৷শুনানি শেষে বিচারক ওয়ায়েস কুরুণী জামিন নাকচ করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বলে সালামের আরেক আইনজীবী ইউনুস আলী বিশ্বাস জানান৷

২১ অগাস্ট গ্রেনেড হামলা মামলাসহ বেশ কয়েকটি মামলার পলাতক আসামি খালেদা জিয়ার বড় ছেলে তারেক রাষ্ট্রদ্রোহের এ মামলার আসামি৷গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেওয়া বক্তব্য সরাসরি সমপ্রচার নিয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন গত ৮ জানুয়ারি এ মামলা করেন৷

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন৷ আর পর্নোগ্রাফি আইনের একটি মামলায় গ্রেপ্তার হয়ে সালাম আছেন ঢাকার কারাগারে৷রাষ্ট্রদ্রোহের মামলায় অভিযোগ করা হয়েছে, তারেক ও সালাম পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন এবং আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা তৈরি করতে চেয়েছিলেন৷

এছাড়া স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে মামলায়৷তারেক সমপ্রতি লন্ডনে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে বিতর্কিত হন৷ তা নিয়ে রিট আবেদন হলে বুধবার হাই কোটের্র একটি বেঞ্চ পলাতক এই বিএনপি নেতার বক্তব্য বিবৃতি-প্রচারে নিষেধাজ্ঞা দেয়৷

রাষ্ট্রদ্রোহের এ মামলায় অভিযোগ করা হয়েছে, তারেক ও সালাম পরস্পর যোগসাজশে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদর্শন এবং আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের প্রতি ঘৃণা’ তৈরি করতে চেয়েছিলেন৷এছাড়া স্বাধীন বিচার বিভাগের মধ্যে বিভক্তি সৃষ্টি, সেনাবাহিনী ও বিজিবির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি, পুলিশ বাহিনীর মধ্যে বিরোধ সৃষ্টির চেষ্টারও অভিযোগ আনা হয়েছে মামলায়৷গত সপ্তাহে লন্ডনে বিএনপির এক অনুষ্ঠানে তারেকের দেয়া বক্তব্য সরাসরি সমপ্রচার নিয়ে তেজগাঁও থানার এসআই বোরহান উদ্দিন গত ৮ জানুয়ারি এ মামলা করেন৷

বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক সাত বছর ধরে যুক্তরাজ্যে রয়েছেন৷

এর আগে গত বৃহস্পতিবার বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশন-ইটিভির চেয়ারম্যান আবদুস সালামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত৷দুপুর ১২টার দিকে আব্দুস সালামকে কারাগার থেকে আদালতে হাজির করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)৷এ সময় পুলিশের পক্ষ থেকে তাকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানায়৷ আর সালামের পক্ষে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন জানায়৷ এ বিষয়ে আদালত বুধবার পরবর্তী শুনানির দিন ঠিক করেছে৷এ সময় আদালত সালামকে ৫ দিনের মধ্যে কারাফটকে জিজ্ঞাসাবেদর জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেয়৷