image_32961

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: রাজধানীর ফকিরাপুলে ট্রাকের সঙ্গে নারী পুলিশের বহনকারী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে পুলিশের দুই সদস্য নিহত হয়েছেন৷ এঘটনায় আরো সাত জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে রোববার ভোর সোয়া ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে৷ এ সময় ঘটনাস্থলে একজন এবং ঢাকা মেডিকেলে নেওয়ার পর আরো একজন মারা যান৷

নিহতরা হলেন-মনিরা (২০) ও আকলিমা (২২)৷ এবং আহতরা হলেন-মিলি (২২), ফরিদা (২৩) ও সোহাগী (২২)৷মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী বিষয়টি নিশ্চিত করেছেন৷

তিনি জানান, আহতদের মধ্যে তিন-চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এ ছাড়া বাকিদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে, ভোরে রাজধানীতে দুর্ঘটনায় দুই পুলিশ নিহত হওয়ার পর বিকালে কেরণীগঞ্জে ট্রাকচাপায় এক নারী পুলিশসহ তিনজন নিহত হয়েছেন৷

কেরাণীগঞ্জে নিহতদের মধ্যে পুলিশ সদস্য সেলিনার (২৫) পরিচয় জানা গেছে৷ তিনি কেরাণীগঞ্জ থানায় কমর্রত ছিলেন৷ রোববার বিকাল পৌনে ৩টার দিকে কেরাণীগঞ্জের নাজিরাবাগে এ দুর্ঘটনা ঘটে বলে ঢাকা জেলার এসপি হাবিবুর রহমান জানিয়েছেন৷তিনি বলেন, অবরোধের মধ্যে সেলিনা কদমতলীতে দায়িত্ব পালন করছিলেন৷ দুপুরের খাবার খেতে একটি অটোরিকশায় করে থানার দিকে যাচ্ছিলেন তিনি৷ ওই অটোরিকশায় তার সঙ্গে আরেক নারী ছিলেন৷

অটোরিকশাটি নাজিরাবাগে পৌঁছালে দ্রুত গতির একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়৷ এতে চালক ও দুই আরোহী গুরুতর আহত হন৷তাদের উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিত্‍সকরা তিনজনকেই মৃত ঘোষণা করেন বলে জানান এসপি হাবিব৷