দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন,জাতীয় সম্পদ বাংলাদেশ রেলওয়েকে ধ্বংসাত্মক ও নাশকতার হাত থেকে রক্ষার জন্য কার্যকর পদৰেপ নেয়া হচেছ৷
তিনি বলেন, ২ হাজার ৮৭৭ কিলোমিটার দীর্ঘ রেলপথের ১০৪১টি ঝুঁকিপূর্ণ পয়েন্টে জিআরপি, আরএনবি, পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি নিয়োগের সিদ্ধানত্ম নেয়া হবে৷
রেলপথ মন্ত্রী রোববার রাজধানীর রেল ভবনে আনত্মঃমন্ত্রণালয় বৈঠক শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা বলেন৷রেলপথ মন্ত্রী নাশকতা ও ধ্বংসাত্মকের হাত থেকে বাংলাদেশ রেলওয়েকে রক্ষার জন্য স্থানীয় জনপ্রতিনিধি, সংসদ সদস্যসহ স্থানীয় জনগণকে এগিয়ে আসার আহ্বান জানান৷আনত্মঃমন্ত্রণালয় বৈঠকে অর্থ, স্বরাষ্ট্র, রেলপথ মন্ত্রণালয় ও স্থানীয় সরকার, পলস্নী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিনিধি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, আনসার ও ভিডিপি’র মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের প্রতিনিধি, রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊধর্্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন৷
রেলপথ মন্ত্রী জানান, কুমিলস্নার নাঙ্গলকোর্টে রেলওয়ের নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে৷রেলপথ মন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অবরোধের নামে ধ্বংসাত্মক ও নাশকতামূলক কাজের উস্কানি দিচেছন৷তিনি বলেন, রেলওয়ের যাত্রীদের সেবা ও নিরাপত্তা বিধানের দায়িত্ব আমাদের৷ আমরা সেই লক্ষ্যে কাজ করছি৷ রেলওয়ে যাত্রীরা যাতে নিরাপদে গনত্মব্যে পেঁৗছাতে পারেন সেজন্য আমরা কাজ করছি৷মন্ত্রী বলেন, ঝুঁকিপূর্ণ পয়েন্টে আইন-শৃঙ্খলা রৰাকারী বাহিনী নিয়োগের পাশাপাশি ট্রেন পাইলটিংয়ের ব্যবস্থা করা হচ্ছে৷ এখন থেকে ট্রেন ছাড়ার আগে পাইলটিং করা হবে বলে তিনি উল্লেখ করেন৷
এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ রেলওয়েতে ৩৩৪টি যাত্রীবাহী ট্রেন চলাচল করে৷ অবরোধ সত্ত্বেও এই ট্রেনগুলো যথারীতি চলাচল করবে৷ এজন্য প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া হবে৷ তিনি বলেন, আমাদের লক্ষ্য বাংলাদেশ রেলওয়েকে রক্ষা করা৷ এজন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেয়া হবে৷
ট্রেনের শিডিউল বিপর্যয় সম্পর্কিত এক প্রশ্নের জবাবে রেলপথ মন্ত্রী বলেন, নিরাপত্তার কারণে ট্রেন চলাচলের গতি কমানো হয়েছে৷ যাত্রীদের নিরাপদে গনত্মব্যে পেঁৗছে দেয়ার লৰ্যে আমরা কাজ করছি বলে তিনি উল্লেখ করেন৷