দৈনিকবার্তা-কুষ্টিয়া, ১১ জানুয়ারি: বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়ার হঠকারীতা রহস্যজনক আর গোঁয়ার্তুমি অত্যন্ত রহস্যজনক৷ রোববার সকালে কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন৷
বিএনপি চেয়ারপারসনকে গ্রেপ্তার বা অন্তরীণ করে রাখা হয়নি জানিয়ে তথমন্ত্রী বলেন, খালেদা জিয়াকে উসকানি দেয়া থেকে নিবৃত্ত রাখা হয়েছে৷ তিনি দলের নেতাদের বাদ রেখে একাই দেশবিরোধী চক্রান্ত করে যাচ্ছেন৷ দেশবাসী তাকে রাজনীতি থেকে বিদায় করে দেবে৷ উসকানি দেয়ার ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করা হবে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, মামলা প্রশাসনিক ব্যাপার৷ এতে সরকার নাক গলাবে না৷ প্রশাসন যদি মনে করে মামলা করবে তাহলে করতে পারে৷
খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের ফাঁসি ঠেকানোর চেষ্টা করছেন- এমন অভিযোগ তুলে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ইনু বলেন, কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে তা ঠেকাতে পারেনি৷ আরো কিছু যুদ্ধপরাধীদের ফাঁসির কার্যকর হওয়ার পথে৷ সেজন্য উনি (খালেদা জিয়া) তড়িঘড়ি করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার উদ্যোগ নিয়েছেন৷ যাতে বাংলাদেশে একটি অস্বাভাবিক সরকার আসে এবং এ ফাঁসি কার্যকর করা না হয়৷
তথ্যমন্ত্রী বলেন,দেশবাসী হরতাল অবরোধ চায় না৷ এর প্রমাণ দেশবাসী খালেদা জিয়ার অবরোধ কর্মসূচি পালন না করে রাস্তায় চলাচল করছে৷ খালেদা জিয়ার সঙ্গে দেশবাসী নেই, এমনকি তার দলের নেতাকর্মীরাও তার সঙ্গে নেই৷
বিএনপি চেয়ারপারসন বিশ্ব ইজমেতার মুসলি্লদের কথা ভাবেন না অভিযোগ করে ইনু খালেদা জিয়ার উদ্দেশে বলেন,জেএসসি ও এসএসসি শিক্ষার্থীদের পরীক্ষার ধার ধারেন না তিনি৷ এছাড়াও বিশ্ব ইজতেমার মুসলি্লদের কথা না ভেবে অবরোধ চালিয়েই যাচ্ছেন, অস্বাভাবিক আচরণ শুরু করেছেন৷
তথ্যমন্ত্রী নাশকতায় জড়িতদের হুমকি দিয়ে বলেন, পৃথিবীতে নাশকতা অন্তর্ঘাতকে যে পদ্ধতিতে দমন করা হয় সে পদ্ধতিতেই দমন করা হবে এবং সেখানে দল দেখে মুখ দেখে আমরা তোয়াক্কা করবো না৷ইনু হুশিয়ার উচ্চারণ করে বলেন,বেগম জিয়া যতবারেরই প্রধানমন্ত্রী হোক না কেন নাশকতা অন্তর্ঘাত থেকে তার সম্পর্ক ছিন্ন না করলে উনাকেও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে৷
এসময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাংগঠনিক সম্পাদক অসিত সিংহ রায়, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ নেতারা উপস্থিত ছিলেন৷ পরে মন্ত্রী মিরপুর উপজেলায় টেলিটক থি-জির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন৷