দৈনিকবার্তা- ঠাকুরগাঁও, ১১ জানুয়ারি: আদিবাসী নেতা দানিয়েল তিকর্ীসহ ৬ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জবর দখল জমি উদ্ধারের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিৰোভ মিছির অনুষ্ঠিত হয়েছে৷
আজ রোববার দুপুরে জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাসত্মায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ মানববন্ধনে আদিবাসী নারী-পুরম্নষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়৷এসময় বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সূর্য্য মূমর্ু, সাধারণ সম্পাদক বাবুল তিগ্যা, সাংগঠনিক সম্পাদক জাকোব খালকো, জাতীয় আদিবাসী পরিষদ ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা অ্যাড. ইমরান হোসেন চৌধুরী প্রমুখ৷
বক্তারা দানিয়েল তিকর্ীসহ ৬ জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও জবর দখল জমি উদ্ধারের দাবি জানান৷ এর পূর্বে শহরে একটি বিৰোভ মিছির বের হয়৷ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদৰিণ করে৷