দৈনিকবার্তা-ঢাকা, ১১ জানুয়ারি: ডিএমপির অনুমতি নিয়েই সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ জনসভা করবে বলে জানালেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ৷ রোববার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা মঞ্চ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি৷
তিনি বলেন, ঢাকার বাহিরের মানুষ তেমন একটা লাগবেনা, ঢাকার মানুষ দিয়েই জনসভা জনসমুদ্রে পরিণত হবে৷১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করার কথা রয়েছে আওয়ামী লীগের৷
সোমবার বিএনপি পাল্টা সমাবেশ ডাকতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অগ্রিম কথা বলে লাভ নেই, আগে ডাকুক পরে দেখা যাবে৷হানিফ বলেন, বিএনপি তাদের অফিস পিকনিক স্পট বানিয়ে অবরোধ পালন করছে, এটা জনগণের প্রত্যাশিত নয়, জনগণের কাছে এর জবাব তাদের দিতে হবে৷
তিনি বলেন, বিএনপি প্রকৃত ধর্মবিশ্বাসী নয়, তারা ধমের্র নামে রাজনীতি করে ধর্মকে অবজ্ঞা করছে৷ অবরোধ দিয়ে ধর্মপ্রাণ মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে৷হানিফ বলেন, বিএনপির জন্মই মিথ্যার উপর, তারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে এখন বিদেশিদের নিয়েও মিথ্যাচার করছে৷ বিএনপি জাতিকে অপমানিত করেছে৷
অবরোধের নামে বিএনপি সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এটা বন্ধ করার জন্য সরকার জিরো টলারেন্স দেখাবে, সন্ত্রাস করলে কাউকে ছাড় দেওয়া হবেনা৷এসময় মাহবুব উল আলম হানিফের সাথে আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন৷