দৈনিকবার্তা-ঢাকা, ১০ জানুয়ারি: আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচকে বিএনপি-জামায়াতের দালাল আখ্যা দিয়ে বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতারা৷শনিবার বেলা ১২ টায় সেগুনবাগিচার খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনায় তারা এ দাবি জানান৷ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট৷
জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে এতে আলোচনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এমপি, ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক ও খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ৷
প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস দুষ্কৃতিকারীদের সহযোগীতে পরিণত হয়েছে৷ তারা বিএনপি নেত্রী আর মহাসচিবের মানবাধিকার দেখছে, মানুষের অধিকার নিয়ে কথা বলে না৷
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জালিয়াতি ও মিথ্যাচারের জন্য বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে হাছান মাহমুদ আরও বলেন, এখন বিএনপি শুধু জনগণের নয়, ইসলামেরও শত্রু৷
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন,আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ বিএনপির দালাল৷তারা মানবাধিকার সংস্থার নামে কলঙ্ক৷ এরা মানবাধিকারের নামে জামায়াত-বিএনরি দালালি করে, বাংলাদেশ সরকারের সমালোচনা করে৷ বাংলাদেশে এদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত৷
সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সুরুজ আলী, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সদস্য হেদায়েতুল ইসলাম স্বপন, উপদেষ্টা জিএম আতিক প্রমুখ৷