দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: আসন্ন বিশ্বকাপে আয়ারল্যান্ড দলের নেতৃত্ব দেবেন উইলিয়াম পোর্টারফিল্ড৷ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ানত্ম দল ঘোষণা করেছেন আয়ারল্যান্ড নির্বাচকরা৷তবে দলে কোন নতুনত্ব নেই৷ অনুশীলন ক্যাম্প ও দুবাইতে আফগানিসত্মান এবং স্কটল্যান্ডের বিপৰে ওয়ানডে সিরিজের জন্য গত মাসে ঘোষিত দলে কোন পরিবর্তন আনেনি নির্বাচকরা৷ও’ব্রায়ান ভাইদের ন্যায় এড জয়সে এবং জন মুনির মত অধিনায়ক পোর্টারফিল্ডও তৃতীয় বারের মত বিশ্বকাপে অংশ নিচেছন৷
পৰানত্মরে দলের ছয় সদস্য এন্ড্রু ব্যালবিরনি, পিটার চেজ, এন্ড্রু ম্যাক ব্রায়ান, টিম মুরতাহ, স্টুয়ার্ট থমপসন এবং ক্রেইগ ইয়ংয়ের মত খেলোয়াড়রা প্রথম বার বিশ্বকাপে অংশ নিচেছন৷৩০ বছর বয়সী পোর্টারফিল্ড বলেন, আরেকটি বিশ্বকাপে আয়ারল্যান্ডের নেতৃত্ব দিতে পারাটা অত্যনত্ম আনন্দের৷বিগত বিশ্বকাপগুলোতে আমরা কিছু চমত্কার পারফরমেন্স করেছি এবং অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও সফল না হওয়ার কোন কারণ নেই৷
আয়ারল্যান্ড বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করা দলটিতে কোন বিকল্প নাম ঘোষণা করেনি৷ তবে কোচ ফিল সিমন্স জানিয়েছেন, প্রস্তুতির জন্য বর্তমান দলের সঙ্গে তারা পাঁচ বোলার রেখেছেন৷আয়ারল্যান্ড দলে থাকা বেশ কয়েকজন খেলোয়াড় বর্তমানে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলছেন৷
দল: উইলিয়াম