দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: নবাগত তারকা লুকাস পোডলস্কিকে দলভুক্ত করে প্রথম মিশনেই উন্নতির চিহ্ন ফুটিয়ে তুলেছে ইন্টার মিলান৷ পোডলস্কির অভিষেক ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়নকে রম্নখে দিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস’ানে থাকা রোমাকে শিরোপা জয়ের পথে এগিয়ে দিয়েছে তারা৷ জুভেন্টাসের মাঠেই ইন্টার মিলান ১-১ গোলে ড্র করে পয়েন্টে ভাগ বসায়৷ এর আগে অনুষ্ঠিত দিনের অপর ম্যাচে উদিনেসকে ১-০ গোলে পরাজিত করে রোমা৷ ফলে শীর্ষ দল জুভেন্টাসের চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে রয়েছে তারা৷ ১৭ ম্যাচ থেকে জুভদের সংগ্রহ ৪০ পয়েন্ট৷
তুরিনে অনুষ্ঠিত খেলার পাঁচ মিনিটেই কার্লোস তেভেজের গোলে এগিয়ে যায় মাসিমিলিয়ানো এলিগ্রির শিষ্যরা৷ আর্তুরো ভিদালের সহায়তায় দলকে এগিয়ে নেন এ আর্জেন্টাইন৷ তবে দ্বিতীয়ার্ধে ইকার্দি গোল পরিশোধ করে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন৷ খেলার ৬৪ মিনিটে ফ্রেডি গুয়ারিনের পাস থেকে জিয়ানলুইজি বুফনকে বোকা বানিয়ে সমতা সূচক গোলটি করেন ইকার্দি৷
এসময় উভয় দলকে স্বাভাবিক খেলার বাইরে গিয়ে কিছুটা পেশী শক্তি প্রদর্শন করতে দেখা যায়৷ এর প্রমান মেলে রেফারির কার্ড প্রদর্শনে৷ দুই দলের ৭জন খেলোয়াড় এদিন হলুদ কার্ড দেখেছেন৷ শুধু তাই নয়, খেলার শেষ দিকে একটি লাল কার্ডও প্রদর্শন করেছেন রেফারি৷ ৮৬ মিনিটে মাতেও কোভাচিচকে সরাসরি লাল কার্ড প্রদর্শন করে মাঠছাড়া করেন রেফারি৷ ফলে ১০ জনের দলে পরিণত হয় ইন্টার৷ তবে এই সুযোগকেও কাজে লাগাতে পারেনি স্বাগতিক ফুটবলাররা৷
দলের দ্বিতীয়ার্ধের পারফর্মেন্সের সমালোচনা করে ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো এলিগ্রি বলেন, ‘আমার মতে প্রথমার্ধে আমাদের পারফর্মেন্স ছিল চলতি মৌসুমের সেরা৷’ তিনি স্কাই টিভিকে বলেন, রোমা যে আমাদের চেয়ে মাত্র এক পয়েন্টের ব্যবধানে রয়েছে এমন ঘটনা এটিই প্রথম নয়৷ তবে জয় পাওয়াটা গুরম্নত্বপূর্ণ ছিল৷ তবে সংগ্রহ করার জন্য এখনো প্রচুর পয়েন্টের প্রয়োজন রয়েছে৷ জানি আমাদের পথ আটকাতে রোমা তাদের সর্বশক্তি নিয়োগ করবে৷
গত বছর ডিসেম্বরে সুপার কাপে নোপোলির কাছে পরাজিত হবার পর নতুন বছরটি কিছুটা পরিবর্তনের সুবাস দিয়েই শুরু করতে চেয়েছিল জুভেন্টাস৷ সেই মতে তারা লীডও নিয়েছিল৷ তবে শেষ রক্ষা হয়নি৷ এদিন সাইডলাইনে বিশ্রামে রাখার কথা থাকলেও দ্বিতীয়ার্ধ শুরুর ১০ মিনিট পর পোডলস্কিাকে অভিষেক ঘটায় ইন্টার মিলান৷ জেডরাবকো কুজমানোভিচের বদলী হিসেবে তাকে মাঠেন নামান কোচ রবার্তো মানচিনি৷ তিনি মাঠে নামার পরেই বদলে যায় দলের চেহারা৷ গোলের মাধ্যমে পরিবর্তিত চেহারা প্রতিফলন ঘটায় ইন্টার মিলান৷ এ ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার ১১তম স্থানে ওঠে এসেছে ইন্টার মিলান৷
খেলা শেষে কোচ মানচিনি বলেন, এই ম্যাচে দলের পারফরমেন্সে আমি সন্তুস্ট নই৷ চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করতে হলে দলটিকে তৃতীয় স্থানধারীর সঙ্গে আরো অনত্মত ৮ পয়েন্টের ব্যবধান ঘোচাতে হবে৷
মানচিনি বলেন, প্রথমার্ধে জুভেন্টাস সম্পূর্ণভাবে আধিপত্য বজায় রেখেছে৷ গোলটি পরিশোধ করার আগমুহুর্ত পর্যনত্ম এমন পরিস্থিতি অব্যাহত ছিল৷ তবে শেষ দিকে এসে আমরা আরো একটি গোলের সুযোগ নস্ট করেছি৷ অবশ্য লীগে আমাদের এখনো ২০ টি খেলা বাকী রয়েছে৷ তাই চ্যাম্পিয়ন্স লীগ খেলার যোগ্যতা অর্জনের জন্য তৃতীয় স্থানধারীর সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান ঘোচানো খুব একটা কঠিন কাজ হবে না৷