বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ডিবির করার ১০ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত। বুধবার বিকেলে শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম তারেক মইনুল ইসলাম ভূইয়া রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিএনপির এই মুখপাত্রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
এর আগে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে মির্জা ফখরুলকে প্রিজন ভ্যানে করে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করা হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, পল্টন থানায় দায়ের গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে ডিবি।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
একই সঙ্গে আগামী ১০ দিনের মধ্যে বিএনপির এই মুখপাত্রকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।
এর আগে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে মির্জা ফখরুলকে প্রিজন ভ্যানে করে বুধবার বেলা সাড়ে তিনটার দিকে আদালতে হাজির করা হয়।
এর আগে ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান সাংবাদিকদের জানান, পল্টন থানায় দায়ের গাড়ি পোড়ানোর মামলায় মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে ডিবি।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।