5

দৈনিকবার্তা-ঢাকা, ৭ জানুয়ারি: ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ একাডেমির বাইরে বুধবার গাড়ি বোমা হামলায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছে৷ কর্মকর্তারা একথা জানান৷সানা গভর্ণর আব্দুল কাদের সরকারি বার্তা সংস্থা সাবাকে জানান,পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য রাজধানীর কেন্দ্রস্থলের পুলিশ একাডেমি ভবনের সামনে অনেক লোক জড়ো হওয়ার পর এ হামলা চালানো হয়৷ এতে কমপক্ষে আরো ২৩ জন আহত হয়৷ আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়া হয়৷ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে৷

ঘটনাস্থল থেকে এএফপির এক সংবাদদাতা জানান, লাশের বিভিন্ন অংশ ও হামলায় ব্যবহৃত গাড়ির বিভিন্ন অংশ সেখানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে৷তাত্‍ক্ষণিকভাবে কেউ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি৷ তবে এর আগে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে চালানো এ ধরণের হামলার ৰেত্রে ইয়েমেনের আল-কায়েদা শাখা হামলার দায়িত্ব স্বীকার করে৷

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে অস্থিতিশীল ইয়েমেনে সহিংসতা তীব্র রূপ নিয়েছে৷ দেশটিতে উপজাতি বাহিনী ও ইয়েমেনি তালেবানের সাথে শক্তিশালী শিয়া মিলিশিয়ার সংঘর্ষ ঘটছে৷