Benogir Ahmed Press Briefing-------------Sohel---------3

দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিদায়ী কমিশনার বেনজীর আহমেদ বলেছেন, তার দায়িত্বকালের পুরো সময়টাই বিশেষ করে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের ঘটনা৷

তিনি মঙ্গলবার রাজধানীর মিন্টোরোডে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে একথা বলেন৷বেনজীর আহমেদ র্যাবের মহাপরিচলক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন৷

আগামীকাল বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন নবনিযুক্ত পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া৷ এজন্য আজ শেষ দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন বেনজীর আহমেদ৷এসময় গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারম্নফ হাসান ও অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মিলি বিশ্বাস উপস্থিত ছিলেন৷২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশের দিন তিন-চারজন আহত সাংবাদিককে উদ্ধার করে চিকিত্‍সার জন্য পাঠানোর কথাও উল্লেখ করেন বিদায়ী কমিশনার৷

তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ চ্যালেঞ্জ গ্রহণ করেই নগরবাসীর শানত্মি শৃংখলা বজায় রাখতে অর্পিত দায়িত্ব পালন করে আসছে৷বিদায়ী কমিশনার আরো বলেন, ঢাকা মহানগর পুলিশ প্রযুক্তিগত দিক দিয়ে অনেক উন্নত৷ প্রযুক্তি ব্যবহার করে অনেক অপরাধীকে শণাক্ত করা সম্ভব হয়েছে৷এছাড়া তিনি দায়িত্ব পালন কালে সব কিছুতেই পরিবর্তন আনার চেষ্টা করেছেন৷

রাজধানীতে প্রতিনিয়ত মানুষের সংখ্যা বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এখানে বসবাসের ক্ষেত্রে কিছু সমস্যাও তৈরি হচেছ৷ তার পরও মানুষ কিন্তু তার প্রিয় এই শহরটাকে ছেড়ে যাচেছ না৷তিনি বলেন,নগরবাসীর নিরাপত্তায় কাজ করতে গিয়ে মিডিয়া কমর্ীদের সাথে আমরাও সুসমর্্পক তৈরি করেছি৷ তাদের নি:শর্ত ভালোবাসা ও সমর্থন পেয়েছি৷এসময় বিদায়ী কমিশনার সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামীতেও সহযোগীতা করার আহবান জানান৷