দৈনিকবার্তা-ঢাকা, ৬ জানুয়ারি: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হতে পারে বললেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন এ ব্যাপারে তাঁদের কোনো সিদ্ধান্ত হয়নি৷মঙ্গলবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন তথ্যমন্ত্রী৷ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যা মামলা করার বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে৷আর বিকেল চারটার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তাঁর কোনো কিছু জানা নেই৷
তিনি বলেন বিশৃঙ্খলা করলে যে কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ তবে খালেদা জিয়ার ব্যাপারে আলাদা করে হত্যা মামলা করার বিষয়ে তাঁদের কোনো সিদ্ধান্ত এখনো হয়নি৷
খালেদা জিয়াকে বিভিন্ন ধরনের বোমাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা হিসেবে চিহ্নিত করে তথ্যমন্ত্রী বলেন, শাহজাহানপুরে পাইপে পড়ে শিশুর মৃতু্যর ঘটনায় যদি ঠিকাদারের বিরুদ্ধে হত্যা মামলা হতে পারে, তাহলে সিএনজিচালিত অটোরিকশায় একই পরিবারের তিনজনকে অগি্নদগ্ধের ঘটনায় উসকানিদাতা হিসেবে খালেদা জিয়া হত্যা মামলার সম্মুখীন হবেন৷ ওই মামলার জন্য প্রস্তুতি নিতে খালেদা জিয়াকে পরামর্শ দিয়েছেন ইনু৷তবে কোন অটোরিকশায় একই পরিবারের তিনজন দগ্ধ হয্ে#২৪৯২;ছেন, তা নির্দিষ্ট করে উল্লেখ করেননি মন্ত্রী৷
খালেদা জিয়া গ্রেপ্তার হবেন কি না, একজন সাংবাদিক জানতে চাইলে জবাবে মন্ত্রী বলেন, তিনি গ্রেপ্তারও হতে পারেন৷খালেদা জিয়াকে কার্যালয়ে অবরুদ্ধ করা সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ওনাকে (খালেদা জিয়া) উসকানি থেকে বিরত করেছি, কোনো উসকানির ছাড় দেওয়া হবে না৷বিএনপির সঙ্গে আলোচনা হবে কি না, জানতে চাইলে ইনু বলেন, এই মুহূর্তে আলোচনার প্রয়োজন দেখি না৷ আগে খালেদা জিয়াকে তাঁর অবস্থান পরিবর্তন করতে হবে৷
এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার প্রসঙ্গে তথ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু খালেদা জিয়ার গ্রেফতার হওয়া না হওয়া নিয়ে যে তথ্য দিয়েছেন তা সঠিক৷প্রেসক্লাবে অবস্থান নেওয়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করা হবে কি-না জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, তিনি যদি কোনো ধরনের আইন অমান্য করে থাকেন, তাহলে তাকে আটক করা হতে পারে৷ ৫ জানুয়ারির রাজনৈতিক উত্তাপের মধ্যে সোমবার থেকে জাতীয় প্রেসক্লাবে অবস্থান করছিলেন তিনি৷ মঙ্গলবার বিকালে বের হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়৷
তথ্যমন্ত্রীর বক্তব্য সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল বলেন, তথ্যমন্ত্রী যা বলেছেন,তা জেনে-বুঝেই বলেছেন৷ নিশ্চয় তার কাছে তথ্য রয়েছে৷ আর তার ভিত্তিতেই তিনি এ কথা বলেছেন৷ তার তথ্য অনুযায়ী আমরা এ বিষয়টা দেখবো৷ এখানে তার কোনো সংশ্লিষ্টতা আছে কি-না৷
খালেদা জিয়া অবরুদ্ধ কিনা তা জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমি আগেও বলেছি খালেদা জিয়া অবরুদ্ধ নন৷ তিনি চাইলেই বাসায় যেতে পারেন৷ এ বিষয়টি প্রধানমন্ত্রীও ইঙ্গিত দিয়েছেন৷ তবে তিনি সমাবেশ ডেকেছেন নয়াপল্টনে৷ আর পুলিশ কমিশনার সভা-সমাবেশ নিষিদ্ধ করেছেন৷ সেজন্য তাকে সেখানে যেতে দেওয়া হয়নি৷রাজধানীতে সভা-সমাবেশের ওপর ডিএমপির নিষেধাজ্ঞা কখন প্রত্যাহার করা হবে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশ প্রশাসন যখন মনে করবে তখনই এ নিষেধাজ্ঞা তুলে নেবে৷