map-jessore

দৈনিকবার্তা-যশোর, ৫ জানুয়ারি: বেনাপোল পর্যটন মোটেলের সামনে আওয়ামী লীগের দুই কমর্ীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে সন্ত্রাসী রাশেদ বাহিনী ৷ এসময় বোমা বিস্ফোরণ ও গুলি বর্ষন করে সন্ত্রাসীরা৷

আহতরা হলেন, শার্শার বাহাদুরপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড মেম্বর ও ধান্যখোলা গ্রামের মৃত আকবর বিশ্বাসের ছেলে বকতিয়ার জামান বকতো (৫০) ও তার চাচাতো ভাই মৃত অহেদ আলী বিশ্বাসের ছেলে জাহাঙ্গীর আলম (৩৬)৷ তারা দুইজনই আওয়ামী লীগের কমর্ী৷ তাদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তির পর জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকায় স্থানানত্মর করা হয়েছে৷

আহত মেম্বর বকতিয়ার জামান বকতো জানান, তারা দুইজন রোববার দুপুরে বেনাপোল থেকে মোটরসাইকেল যোগে শাশর্া উপজেলা আওয়ামী লীগের অফিসে আসছিলেন৷ পথিমধ্যে বেনাপোল বাজারের রজনী ক্লিনিকের সামনে পৌছালে পৌর কাউন্সিলর সন্ত্রাসী বাহিনী প্রধান রাশেদের নেতৃত্বে ইকবাল, জামান, নিয়ামত. এনায়েতসহ ১৫/২০জন সন্ত্রাসী তাদের উপর হামলা চালিয়ে ধাওয়া করে ৩রাউন্ড গুলি বর্ষন করে ও বোমার বিস্ফোরন ঘটায়৷ একপর্যায়ে পর্যটন মোটেলের সামনে থেকে ধরে দুইজনকে কুপিয়ে এবং পিটিয়ে জখম ্ও মোটরসাইকেল ভাঙচুর করে৷ শুধু তাই নয় তারা জাহাঙ্গীরের মুখে পিস্তলের বাট দিয়ে আঘাত করে মারাত্বক জখম করে ৬টি দাত ভেঙে দেয়৷ তার অবস্থা আশাংকাজনক৷ তাকে ঢাকায় স্থানানত্মর করা হয়েছে৷

সূত্র জানায়, ঘটনার পর বিকেলে বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান যশোর ২৫০ শয্যা হাসপাতালে আহত দুইজনকে দেখতে আসেন৷ এসময় তিনি তাদের সাথে কথা বলে সন্ত্রাসীদের নাম জানতে পারেন৷
ওসি অপূর্ব হাসান সাংবাাদিকদের জানান, হামলাকারীদের ছাড় নেই৷ এ ঘটনায় মামলা করা হবে ও তাদের যে কোন মূল্যে আটক করা হবে৷