07e2c198d30cfdd337738c532b11aa76_XL

দৈনিকবার্তা-ঢাকা, ৫ জানুয়ারি: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ৫ জানুয়ারি বিএনপি নৈরাজ্য সৃষ্টি করতে চেয়েছিল ৷তিনি বলেন, ‘লন্ডন থেকে দলের সিনিয়র ভাইস চেয়্যারম্যান তারেক রহমানের বক্তব্যে পরিষ্কার হয়েছে, খালেদা জিয়া নাশকতা করতে চেয়েছিলেন৷ তাদের মনে রাখা উচিত, ইটটি মারলে পাটকেলটি খেতে হবে৷

নানক সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন৷আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলীয় নেতাকর্মীরা জনগণের জানমালের নিরাপত্তা দেবার জন্য সতর্ক অবস্থানে আছে- এ কথা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আমরা সতর্ক পাহারায় আছি৷ কারণ জনগণের জানমালের নিরাপত্তা দেবার দায়িত্ব সরকারি দল হিসাবে আমাদেরও রয়েছে৷

নানক বলেন, বেগম খালেদা জিয়াকে পুলিশ বাসায় যেতে বলেছিল, তিনি যাননি৷ এজন্য পুলিশ তার নিরাপত্তা বাড়িয়েছে৷এ সময়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ,রেলমন্ত্রী মুজিবুল হক,কেন্দ্রীয় কমিটির সদস্য এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন৷