দৈনিকবার্তা-ঢাকা, ৪ জানুয়ারি: আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এম পি বলেছেন, বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করে দেশে গণতন্ত্রের অভিযাত্রাকে ব্যাহত করতে পারবে না৷তিনি বলেন, বিএনপি গণতন্ত্রকে হত্যা করার জন্য দেশে বিশেষ পরিস্থিতি তৈরি করার নীলনকশা তৈরি করেছিল৷ গণতন্ত্রের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র ব্যর্থ হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ আরো বলেন, গণতান্ত্রিক দল হিসেবে আওয়ামী লীগ দেশের গণতন্ত্রকে হত্যা করতে দিতে পারে না৷
তিনি রোববার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে ‘৫ জানুয়ারি গণতন্ত্রের বিজয় দিবস’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷জোটের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরম্নল ইসলাম এম পি৷
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট অভিনেতা এটিএম শামসুজ্জামান, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক এডভোকেট বলরাম পোদ্দার ও শিৰক নেতা শাহজাহান আলম সাজু প্রমুখ৷ড. হাছান বলেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া গতকাল বিএনপি নেতা রম্নহুল কবির রিজভী আহমেদকে দেখার নামে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে অবস্থান নেয়ার পরিকল্পনা করেছিলেন৷তিনি বলেন, বেগম জিয়া রাতে কার্যালয়ে অবস্থান করার পর বিএনপি নেতা-কমর্ীরা সেখানে জমায়েত হয়ে বিশেষ পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা করেছিলেন৷
তিনি আরো বলেন, সেজন্য বেগম জিয়াকে আইন-শৃঙ্খলা রৰাকারী বাহিনী তার বাসভবনে থাকার অনুরোধ করেছেন এবং তাকে বের হতে দেন নি৷দেশে মধ্যবতী নির্বাচন এবং সংলাপ হওয়ার কোন সম্ভাবনা নেই উল্লেখ করে এডভোকেট কামরম্নল ইসলাম এম পি বলেন, ২০১৯ সালে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে৷তিনি বলেন, সে নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপিকে আর ভুল করা ঠিক হবে না৷ আগামী নির্বাচনের আরো চার বছর সময় বাকি রয়েছে৷ এ সময় তাদের দল গোছানো উচিততিনি দেশে অযথা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না করার জন্য বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানান৷