দ্রারিদ্রসীমারদৈনিকবার্তা-গোপালগঞ্জ, ২ জানুয়ারি:  প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী বলেছেন, বাংলাদেশে ৫৪ শতাংশ মানুষ দ্রারিদ্রসীমার মাঝে বসবাস করেছে৷ গত ৫ বছরের মধ্যে দারিদ্রসীমা ২৪ শতাংশের মধ্যে নেমে এসেছে৷শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজলার কাজুলিয়া ইউনিয়নের পিঠাবাড়ী গ্রামে সরকারের একটি বাড়ী একটি খামার প্রকল্প পরিদর্শণকালে তিনি এসব বথা বলেন৷ তিনি আরো বলেন, সরকার যদি এ উন্নয়ন প্রকল্পটি বাস্তবায়ন করতে পারে সেই সাথে সরকার যদি জনগনকে আর জনগন যদি সরকারকে সহায়তা করে তাহলে আগামী দুই-তিন বছরের মধ্যে দারিদ্রসীমা ১০ ভাগে নেমে আসবে৷এর আগে তিনি টুঙ্গিপাড়ায় পেঁৗছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুষ্পমাল্য অপর্ণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন এবয় বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিত স্বাক্ষর করেন৷ পরে তিনি কাজুলিয়া ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র ও একটি বাড়ি একটি খামার প্রকল্পের পিঠাবাড়ি গ্রাম উন্নয়ণ সমিতি পরিদর্শন এবং সুফল ভোগীদের খোঁজ খবর নেন৷ এ সময় গোপালগঞ্জের ডিডিএলজি মইনুল হোসেন, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, বিআরডিবি’র উপ-পরিচালক জয় প্রকাশ বিশ্বাস, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ আলী, কাজুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহন সরদারউপস্থিত ছিলেন৷