দৈনিকবার্তা-চট্টগ্রাম, ২ জানুয়ারি: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি বছরের মধ্যে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণের কাজ শুরু করবে সরকার৷ এ লক্ষ্যে জুলাইয়ের মধ্যে সকল প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷শুক্রবার দুপুরে কর্ণফুলী নদীর টানেল এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকের একথা জানান তিনি৷
ওবায়দুল কাদের বলেন, সমপ্রতি চীনের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চীনের রাষ্ট্রপতি কর্ণফুলী টানেল নির্মাণ কাজের উদ্বোধন করবেন৷ তাই চীনের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের তারিখের সঙ্গে মিল রেখেই টানেল নির্মাণ কাজের উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হবে৷চীন ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ৮ হাজার কোটি টাকা ব্যয়ে এ টানেল নির্মাণ করা হবে৷
টানেল নির্মাণে গেল বছরের ২২ ডিসেম্বর চায়না কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সমঝোতা স্মারক সই হয়৷ শিডিউল পাওয়া সাপেক্ষে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং নির্মাণ কাজের উদ্বোধন করতে পারেন উল্লেখ করে মন্ত্রী বলেন, টওধানমন্ত্রী চীনের পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন৷ রাষ্ট্রপতির শিডিউল পেলে তিনিই নির্মাণ কাজের উদ্বোধন করবেন৷
চীন এই টানেল নির্মাণে ১০০ কোটি মার্কিন ডলার ব্যয় করবে৷ এই প্রকল্পের নির্মাণ কাজের প্রক্রিয়া চলতি বছরের জুন-জুলাইয়ে শুরু হবে বলেও জানান তিনি৷কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণে বাংলাদেশ ও চীন গত বছরের ১০ জুন একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে৷ এমওইউ অনুযায়ী চীন সরকার ১০০ কোটি মার্কিন ডলার ব্যয়ে এই টানেল নির্মাণ করবে৷
বেইজিংয়ে অনুষ্ঠিত সমঝোতা স্মারকে যোগাযোগ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এবং চীনের পরিবহন ও যোগাযোগ উপমন্ত্রী চি-কু মাও স্বাক্ষর করেন৷শুক্রবার সকালে কর্ণফুলী টানেলের স্থান পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের এসব কথা জানান ওবায়দুল কাদের৷ এসময় সংসদ সদস্য এমএ লতিফ ও শামসুল হক উপস্থিত ছিলেন৷