দৈনিকবার্তা-ঢাকা, ২ জানুয়ারি: যুক্তরাষ্ট্র গাম্বিয়ায় কথিত অভু্যত্থান প্রচেষ্টার সঙ্গে দেশটির জড়িত থাকার বিষয়টি বৃহস্পতিবার নাকচ করে দিয়েছে৷ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জাম্মেহ্ এই ঘটনার জন্য বিদেশী ভিন্নমতাবলম্বীদের দায়ী করার পর যুক্তরাষ্ট্রের মনত্মব্যটি এল৷যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা বলেন, বাঞ্জুলের ঘটনায় যুক্তরাষ্ট্র সরকারের কোন ধরনের ভূমিকা নেই৷
তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র ক্ষমতা দখলের যে কোন ধরনের অসাংবিধানিক প্রচেষ্টারই জোর নিন্দা জানায়৷মঙ্গলবার গাম্বিয়ার প্রেসিডেন্ট প্রাসাদে সন্ত্রাসী হামলা চালানো হয়৷ ঘটনার সময় জাম্মেহ্ দুবাই ছিলেন৷ এই ঘটনার জন্য বিদেশী ভিন্নমতাবলম্বীদের দায়ী করা হয়৷জাম্মেহ্ বলেন, যুক্তরাষ্ট্র, জার্মানী ও যুক্তরাজ্যভিত্তিক ভিন্ন মতাবলম্বীরাই এ হামলা চালিয়েছে৷তিনি আরো বলেন, ‘এটা অভু্যত্থান নয়৷ এটা কতিপয় শক্তির মদদপুষ্ট একটি সন্ত্রাসী সংগঠনের হামলা৷ আমি এই শক্তিগুলোর নাম বলব না৷