দৈনিকবার্তা–ঢাকা,৩১ডিসেম্বর : ২০তম ঢাকা আন্তর্জাতিকবাণিজ্যমেলা- ২০১৫’তে (ডিআইটিএফ) প্রথম বারের মতো অংশগ্রহণ করছে অস্ট্রেলিয়া-বৃটেন-জার্মানি৷ নতুন এই ৩ দেশের জন্য মোট চারটি প্যাভিলিয়ন বরাদ্দ রয়েছে৷একইভাবে মেলার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার ৮০টি সিসিটিভি ক্যােেমা স্থাপন করা হচ্ছে৷
রফতানি উন্নয়ন ব্যুরো(ইপিবি)থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছরই নতুন দেশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশগ্রহণ করে৷ ২০১৫ সালের বাণিজ্য মেলায় অস্ট্রেলিয়া, বৃটেন জার্মানিসহ মোট ১৫টি (বাংলাদেশ) দেশ অংশগ্রহণ করছে৷ নতুন দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১টি, বৃটেন ২টি ও জার্মানি একটি করে স্টল বরাদ্দ পেয়েছে৷ মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য মোট মোট ৪৮টি প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে৷ ২০১৫ সালের বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫০০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে৷ ১৪টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে জেনারেল ক্যাটাগরিতে৷ জেনারেল ক্যাটাগরিতে মোট ২৪৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে৷
এরইমধ্যে বাণিজ্য মেলা প্রাঙ্গণ উদ্বোধনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন রফতানি উন্নয়ন বু্যরোর(ইপিবি) উপসচিব মোঃ রেজাউল করীম৷তিনি বলেন, মেলার উদ্বোধনের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া প্রায় শেষ হয়েছে৷ ১ জানুয়ারি মেলার উদ্বোধন হবে৷ মেলার মাঠের মোট আয়তন ৩১ দশমিক ৫৩ একর৷ দর্শনার্থীদের সুবিধার্থে মেলায় রাস্তার পরিসর গতবারের তুলনায় বাড়ানো হয়েছে৷তিনি আরও বলেন, ঢাকা আন্তর্জতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশী পর্যটকের ঢল নামে৷ এখানে নিরাপত্তা কোনো সমস্যা হলে তা আমাদের দেশের সুনাম ক্ষুণ্ন হবে বহির্বিশ্বে৷ তাই নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করতে ৮০ টি সিসি টিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে৷ এসব ক্যামেরা নিয়ন্ত্রণ করবে ডিএমপি কর্মকর্তারাই৷ ২৪ ঘন্টা নিরবিচ্ছন্নভাবে মেলা প্রাঙ্গণ নজরদারিতে থাকবে এই ৮০টি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে৷
রফতানি উন্নয়ন বু্যরো(ইপিবি) থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রতি বছরই ২০১৫ সালের বাণিজ্য মেলায় অস্ট্রেলিয়া, বৃটেন জার্মানিসহ মোট ১৫টি (বাংলাদেশ) দেশ অংশগ্রহণ করছে৷ নতুন দেশ হিসেবে অস্ট্রেলিয়া ১টি, বৃটেন ২টি ও জার্মানি একটি করে স্টল বরাদ্দ পেয়েছে৷ মেলায় বিদেশি প্রতিষ্ঠানের জন্য মোট মোট ৪৮টি প্যাভিলিয়ন বরাদ্দ রাখা হয়েছে৷ ২০১৫ সালের বাণিজ্য মেলায় ১৪টি ক্যাটাগরিতে মোট ৫০০টি স্টল বরাদ্দ রাখা হয়েছে৷ ১৪টি ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়েছে জেনারেল ক্যাটাগরিতে৷ জেনারেল ক্যাটাগরিতে মোট ২৪৯টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে৷ উল্লেখ্য,১জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২০ তম ঢাকা আন্তর্জাতিক এ বাণিজ্য মেলার উদ্বোধনের কথা রয়েছে৷