হরতাল
দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বদর নেতা এটিএম আজহারুলইসলামকে ফাঁসি দেয়ার প্রতিবাদে বুধবার ২/১টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সারাদেশে ঢিলেঢালাভাবে হরতাল পালন করেছে জামায়াত৷হরতাল সমর্থনে রাজধানীর সিএমএম আদালতের সামনে বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবির কর্মীরা৷বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে৷ তবে পুলিশি তত্‍পরতার কারণে খুব একটা সুবিধা করতে পারেননি তারা৷হরতাল আতঙ্কে দোকানপাট ও অন্যান্য প্রতিষ্ঠান কিছুটা কম খোলা থাকলেও ঢাকা শহরে ছোট ও মাঝারি ধরনের যান চলাচল ছিল বেশ খানিকটা স্বাভাবিক৷ তবে দূরপাল্লার পরিবহন শহর ছেড়ে যায়নি৷ ট্রেন চলাচল ছিল স্বাভাবিক৷ আদালতসহ অন্যান্য সরকারি অফিসগুলোতে লোক সমাগম কিছুটা কম থাকলেও কাজকর্ম ছিল অন্যান্য দিনের চেয়ে অনেক কম৷

প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিবির শাখার সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়৷ এ সময় পুলিশ ধাওয়া করলে শিবিরকর্মীরা ৭/৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়৷তবে আমার কাছে এ ধরনের খবর নেই বলে জানান কোতোয়ালি থানার উপ পরিদর্শক (এসআই) মঞ্জুর মোর্শেদ৷ এর আগে সকাল ১০টায় বাবুবাজার এলাকায় মিছিল করে শিবির কর্মীরা৷ মিছিলে নেতৃত্ব দেন শাখার প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান৷ মিছিলটি জিন্দাবাহার পাকের্র সামনে পুলিশের বাধার মুখে পড়ে৷ এ সময় তারা অন্তত ৩টি গাড়ি ভাঙচুর করে৷সকাল সাড়ে ৯টায় কাঠেরপুলে শিবির ও ছাত্রলীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা- ধাওয়ার ঘটনা ঘটে৷

এছাড়া রায়সাহেব বাজার,ধোলাইখাল,কাঠেরপুল এলাকায় হরতাল সমর্থনে মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিবির কর্মীরা৷সেখানে উপস্থিত ছিলেন শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান ও অফিস সম্পাদক আতিকুর রহমান ৷এ সময় রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে শিবির কর্মীরা৷

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের মৃতু্যদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতাল সমর্থনে রাজধানীর খিলগাঁও ও চকবাজারে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা৷বুধবার সকাল সোয়া ৮টার দিকে তারা এ মিছিল বের করে৷ঢাকা মহানগর পূর্ব শাখার শিবিরের সভাপতি রোজাউল হক রিয়াজের নেতৃত্বে খিলগাঁওয়ের গোড়ানে একটি বিক্ষোভ মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা৷

মিছিলে উপস্থিত ছিলেন খিলগাঁও জামায়াতের আমির ছগির বিন সাঈদ, শিবিরের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ৷মিছিল শেষে তারা রাস্তায় আগুন ধরিয়ে দেয়৷ তবে পুলিশ আসার আগেই সটকে পড়ে৷ এদিকে, পপ্রয় একই সময়ে রাজধানীর চকবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা শিবির শাখার উদ্যোগে হরতাল সমর্থনে একটি মিছিল বের হয়৷মিছিলে নেতৃত্ব দেন আলিয়া মাদ্রাসার শিবির সভাপতি রেদোয়ানুল্লা৷ উভয় ঘটনায় পুলিশ কাউকে আটক করতে সক্ষম হয়নি৷ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালে আজহারের মৃতু্যদণ্ডের রায় ঘোষণার পরই জামায়াত বুধবার এবং নতুন বছরের শুরুর দিন বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৫টা পযর্্যন্ত হরতালের ডাক দেয় দলটিএটিএম আজহারুল ইসলামের ফাঁসির দণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা ‘অর্থহীন’ হরতালে শর্তহীনভাবেই চলছে যানবাহন৷

বুধবার রাজধানীর গুরত্বপূর্ণ সড়কে অন্যদিনের মতোই যানবাহন চলতে দেখা গেছে৷ঘন কুয়াশা ও হাড়কাঁপানো শীতের কারণে সকালে যান চলাচল কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বেড়েছে গণপরিবহনের চাপরাজধানীর মালিবাগ, মৌচাক, কাকরাইল, বিজয়নগর, ফকিরেরপুল, মতিঝিল, দৈনিক বাংলা, পল্টন, গুলিস্তান, হাইকোর্ট, মত্‍স্যভবন, শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, পান্থপথ ও ফার্মগেট মোড় সরেজমিন পরিদর্শনে দেখা গেছে অন্যদিনের মতোই গণপরিবহন চলছে৷এ সময় গণপরিবহনে অফিসগামী ও কর্মস্থলের উদ্দেশে ঘর থেকে বের হওয়া মানুষের উপচে পড়া ভিড়ও লক্ষ্য করা গেছে৷ হরতালের কোনো প্রভাব পড়েনি কর্মব্যস্ত মানুষের জীবনে৷

পল্টন মোড়ে বাসের জন্য অপেক্ষায় থাকা মো. নজরুল ইসলামের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের৷ বেসরকারি একটি প্রতিষ্ঠানের এ কর্মকর্তা হরতাল সম্পর্কে বলেন, জামায়াতের এই অর্থহীন হরতালে ঘরে বসে থাকার কোনো মানে হয় না৷ সরকার যদি সাধারণ মানুষের নিরাপত্তার শতভাগ গ্যারান্টি দিতে পারতো তাহলে, হরতাল বলে দেশে কিছু থাকতো না৷বুধবার ভোর ৬টা থেকে শুরু হওয়া এ হরতালের প্রথম সাড়ে ৪ ঘন্টায় রাজধানীর মালিবাগ, শান্তিনগর, কাকরাইল, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরেরপুল, মতিঝিল, দৈনিক বাংলা ও পল্টন মোড়ে হরতালের পক্ষে কোনো পিকেটিং হয়নি৷তবে এসব এলাকায় পুলিশের অবস্থান ছিল চোখে পড়ার মতো৷ কাকরাইল মোড় থেকে নয়াপল্ট বিএনপির কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত বুধবার ভোর থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে৷ প্রস্তুত রাখা হয় পুলিশের জলকামান, রায়টকার, প্রিজনভ্যানসহ আনুষঙ্গিক বিষয়াদি৷এদিকে, বছরের শেষ দিন স্বাধীনতা বিরোধী জামায়াতের ডাকা হরতাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা গেছে৷

গাজীপুর প্রতিনিধি জানান:জামায়াতের হরতালে বুধবার সকালে গাজীপুর রেল ক্রসিংয়ে সড়কে আগুন জ্বালিয়ে রেল লাইন অবরোধের চেষ্টা চালায় শিবির কর্মীরা৷ এ সময় পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যায়৷ এছাড়া নগরের ভোগড়া বাইপাসও চান্দনা-চৌরাস্তা এলাকায় মঙ্গলবার রাতে দুই যাত্রীবাহী বাসে অগি্নসংযোগ করা হয়েছে৷ আগুনে বাস দুইটির অধিকাংশই পুড়ে গেলেও কেউ হতাহতের খবর পাওয়া যায়নি৷ খবর পেয়ে গাজীপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে আগুন নেভান৷এদিকে হরতালে নাশকতা চালানোর অভিযোগে গাজীপুরে গত ১২ ঘন্টায় ২৫ জন জামায়াত, শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ৷ এরমধ্যে, জয়দেবপুর থানা এলাকা থেকে ১৩ জন, টঙ্গী থানায় নয়জন ও শ্রীপুর থানা এলাকা থেকে দুই জনকে আটক করা হয়েছে৷ মিছিলে পুলিশের হামলা ও গ্রেফতারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গাজীপুর মহানগর শিবির সভাপতি সালাউদ্দিন আইয়ুবী৷ তিনি অবিলম্বে আটক নেতা কর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন৷ অন্যদিকে, হরতাল সমর্থনে সকালে সড়কের আগুন জ্বালিয়ে নগরের টঙ্গী চেরাগ আলী মার্কেট ও কলেজ গেটে জামায়াত- শিবির মিছিল বের করে৷ তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ধাওয়া করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে৷ ঘটনার সময় আহত হয়েছে শিবিরের ১০ কর্মী৷ কয়েকটি যানবাহন ভাঙচুর করা হয়৷ এ সময় দুই শিবির-কর্মীকে আটক করেছে পুলিশ৷

গাজীপুরের চান্দিনা চৌরাস্তা এলাকায় সকালে ঝটিকা মিছিল বের করে হরতাল সমর্থকরা৷ এ সময় তারা কয়েকটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় এবং বেশ কিছু গাড়ি ভাঙচুর করে৷ একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থকরা৷ এছাড়া টঙ্গীর চেরাগআলীতে কয়েকটি হাত বোমা বিস্ফোরণ এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে পিকেটাররা৷

চাঁপাইনবাবগজ্ঞ:’যুদ্ধাপরাধীদের ঠাই নাই, এই সবুজ বাংলায়’ শেস্নাগানে আজ (বুধবার) “বিজয় মিছিল” হয়েছে চাঁপাইনবাবগঞ্জে৷ বেলা ১১টার পর শহর আওয়ামীলীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগ কার্যালয় চত্বর থেকে বের হয়ে বিজয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শহরের কেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিব ভাস্কর্য উন্মুক্ত মঞ্চে সমাবেশ করে৷বিজয়ের মাস ডিসেম্বরের শেষ দিনে সমাবেশে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সভাপতি শরিফুল আলম, সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লালু, জেলা ছাত্রলীগের সভাপতি ফাইজার রহমান কনক ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান আরমান৷ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্নসত্মরের বিপুল সংখ্যক নেতা-কমর্ীবৃন্দ৷ ব্যান্ডপার্টিসহ মিছিলটি একপর্যায়ে আনন্দমিছিলে রম্নপ নেয়৷ সামবেশে বক্তারা, যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের বিচারের রায়কে কেন্দ্র করে জামায়াতের ডাকা হরতালের তীব্র সমালোচনা করেন এবং দেশের বিরুদ্ধে চক্রানত্মকারীদের রুখে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামীলীগের নেতৃত্বে দেশ গড়ার জন্য সকলের প্রতি আহবান জানান৷

জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এ.টি.এম আজহারুল ইসলামের মানবতাবিরোধী অপরাধে আনত্মজর্াতিক অপরাধ ট্রাইবুনালে ফাঁসির রায়ের প্রতিবাদে কড়া পুলিশী নিরাপত্তায় সকাল ৮ টায় জামায়াত চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যগে বুধ ও বৃহস্পতিবার হরতালের প্রথম দিনে হরতালের সমর্থনে বিৰোভ মিছিল অনুষ্ঠিত হয়৷ মিছিলটি চাঁপাইনবাবগঞ্জ সদর আমীর আবু বকরের নেতৃত্বে জেলা শহরের বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে শানত্মি মোড়ে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হয়৷ মিছিলে আরো উপস্থিত ছিলেন ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর সভাপতি গোলাম মোসত্মফা, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নায়েবে আমীর আবুল হাসান, পৌরসভার সহকারী সেক্রেটারী ওমর ফারম্নক , ছাত্রশিবির শহর সেক্রেটারী তোহরম্নল ইসলাম সোহেল সহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ৷

আজকের হরতালে ব্যাংক বীমা অফিস আদালত স্কুল কলেজ খোলা থাকলেও উপস্থিতি কম ছিল ৷ দুর পালস্নার কোন বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যায়নি তবে স্থানীয় যানগুলি চলাচল করছে,ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে৷ বড় বিপনীগুলি বন্ধ থাকলেও ছোট দোকানগুলি খোলা রয়েছে৷ সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় পন্যবাহী ট্রাক প্রবেশ ও লোড-আনলোড স্বাভাবিক থাকলেও বন্দর ছেড়ে যায়নি কোন ট্রাক৷ সারা জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে৷ এখন পর্যনত্ম কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যাযনি পিকেটিং বিহীন ঢিলেঢালা হরতালে৷ যশোরে একযোগে চলছে হরতাল ও পরিবহন ধর্মঘট

যশোর: যশোরে একযোগে চলছে জামায়াতে ইসলামীর হরতাল ও শ্রমিকদের পরিবহন ধর্মঘট৷ পরিবহন শ্রমিকদের ধর্মঘটের কারণে সকাল থেকে যশোর থেকে দুরপালস্নার কোন যানবাহন ছেড়ে যায়নি৷ আর বুধবার ভোর থেকে হরতাল শুরু হলেও হরতালের তেমন প্রভাব পড়েনি শহরের জনজীবনে৷ সকাল থেকেই শহরের কোথাও মিছিল সমাবেশ চোখে পড়েনি৷ ভোর থেকে শহর ও শহরতলীতে ছোটখাট যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে৷ তবে বন্ধ রয়েছে দোকানপাট৷এদিকে, যে কোন ধরণের নাশকতা এড়াতে শহরের পুলিশ রয়েছে সর্তকাবস্থায়৷ শহরের গুরম্নত্বপূর্ণ পয়েন্টে বাড়ানো হয়েছে পুলিশের কড়া নজরদারি৷

গত ২৯ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে চারদফা দাবি আদায়ের জন্য ৩১ ডিসেম্বর ভোর থেকে খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘন্টার এ ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটি৷ বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি,আজিজুল আলম মিন্টু জানান চার দফা দাবি আদায়ের জন্য ৩১ ডিসেম্বর থেকে দুদিনের ধর্মঘট আহবান করা হয়েছে৷ এরমধ্যে দাবি মানা না হলে পরবর্তিতে মালিক ও শ্রমিক নেতবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে কর্মসূচি ঘোষনা করা হবে৷

এদিকে, জামায়াত ইসলামীর ডাকা হরতালের প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন৷ বুধবার দুপুরে শহরের গাড়িখানা রোডস্থ দলীয় কার্যালয় থেকে আওয়ামী লীগ বিৰোভ মিছিল বের করে৷ শহরের চৌরাসত্মা থেকে যুবলীগ বিক্ষোভ মিছিল বের করে৷ এছাড়া শহরের মনিহার এলাকা থেকে ছাত্রলীগ হরতাল বিরোধী মিছিল বের করে৷ মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র দড়াটানায় এসে শেষ হয়৷ এ সময় মিছিল থেকে জামায়াতের বিরম্নদ্ধে বিভিন্ন শেস্নাগান দেয়া হয়৷ একই সাথে জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি জানান আওয়ামী লীগের নেতৃবৃন্দ৷ দড়াটানায় সংৰিপ্ত সমাবেশে বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ, আওয়ামী লীগ নেতা সদর উপজেলা ভাইস চেয়ারমান সুলতান মাহমুদ বিপুল প্রমুখ৷

গাইবান্ধা: গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামে অভিযান চালিয়ে ২৫টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব-১৩৷র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক ও সিনিয়র সহকারী পরিচালক আশরাফ হোসেন ছিদ্দিক প্রেস ব্রিফিং এ জানান, বোয়ালিযা গ্রামের কিছু সংখ্যক জামায়াত-শিবিরের উচ্ছৃংখল কর্মী পিঠে ঝোলানো ব্যাগ নিয়ে হরতালে নাশকতা ও জানমালের ৰতি করার উদ্যোশে অবস্থান করছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা সেখানে পৌছালে জামায়াত-শিবিরের কর্মীরা ব্যাগ দুইটি ফেলে পালিয়ে যায়৷ নাটোর হরতালে টায়ার জ্বালিয়ে জামায়াতের পিকেটিং

নাটোর : জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এটিএম আজহারম্নল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে ডাকা দেশব্যাপী দুই দিনের হরতালের সমর্থনে নাটোর শহরসহ জেলার বিভিন্ন পয়েন্টে পিকেটিং করেছে দলটির নেতাকর্মিরা৷ বুধবার সকালে শহর জামায়েতের উদ্যোগে শহরের চকরামপুর এলাকায় শহর জামায়াতের আমীর আতিকুল ইসলাম রাসেল, সেক্রেটারী রাশেদুল ইসলাম, জেলা শিবিরের সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারী আবু তালেব, সাবেক সভাপতি আলী আল মাসুদ মিলনের নেতৃত্বে একই সময়ে শহরের তেবারিয়া এলাকায় জেলা জামায়াতের অফিস সেক্রেটারী সাদেকুর রহমান ও শিবিরের এন এস কলেজ সভাপতি মিজানুর রহমানের নেতৃত্বে রাস্তা অবোরধ করে টায়ের জ্বালানো হয় ৷ এছাড়া শহরের ছায়াবানীর মোড় ও সদর উপজেলা পরিষদের সামনে রাসত্মায় টায়ের জ্বাালায় জামায়াত কমর্ীরা৷ এদিকে জামায়াত অধ্যুষিত এলাকা হিসাবে পরিচিত শহরের মাদরাসা মোড় থেকে বড় হরিশপুর বাইপাস পর্যন্ত প্রতিটি মোড় ও অলিগলিতে ব্যাপক পরিমান বিজিবি র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে৷ হরতালের কারনে নাটোর থেকে দূরপালস্নার বা অভ্যন্তরীন কোন ভারী যানবাহন চলাচল করছে না৷ বুধবার জেলা ছাত্রলীগের সম্মেলণ থাকায় শহরে মোটর সাইকেল, অটোরিঙ্া , নছিমন , ভটভটি চলাচল করেছে৷ শহরে দোকান পাট, ব্যাংক বীমা বন্ধ ছিল৷ সরকারী অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম৷ আদালত পাড়ায়ও জনসমাগম তেমন ছিল না৷ জেলার কোথা্ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

মাগুরা: হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় মাগুরায় জামায়াত শিবির ও বিএনপির ৯ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ৷মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর পর্যন্ত অভিযানে তাদের আটক করা হয়৷মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় জানান, আটক জামায়াত-বিএনপির নেতাকর্মীরা হচ্ছেন- সদর উপজেলার রাঘবদাইড় ইউনিয়ন জামায়াতের আমির শামীম হোসেন, শালিখার বুনাগাতি ইউনিয়ন জামায়াতের আমির লাল মহম্মদ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা শিবিরের প্রচার সম্পাদক ইছাহাক হোসেন, বায়তুল মাল সম্পাদক হাসান ইমাম, পৌর জামায়াতের সাথী সদস্য সোহেল আহমেদ, মহম্মদপুর জামায়াতের কর্মী আলী জিন্নাহ খান, হাফেজ মফিদুল ইসলাম, মাওলানা রকিবুল ইসলাম ও বিএনপি কর্মী মিরাজ খান৷এছাড়া হরতালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷ যে কোনো পরিস্থিতি মোকাবেলায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশের টহল রয়েছে৷

বগুড়া: মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির আদেশের প্রতিবাদে জামায়াতের ডাকা লাগাতার ৪৮ ঘন্টার হরতালের প্রথম দিন বুধবার বগুড়ার বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা৷হরতালকে ঘিরে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও জামায়াত-শিবিরের ১১ জনকে আটক করেছে পুলিশ৷

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও বগুড়ার সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জামায়াত সমর্থক ডা. আব্দুস সামাদ (৪০), বগুড়া আজিজুল হক কলেজ ছাত্রশিবির শাখার ছাত্রবিষয়ক সম্পাদক জুলফিকার, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শিবির সভাপতি সাজেদুর রহমান সজীব ও শিবির কর্মী জিল্লুর রহমানসহ জেলার শেরপুরে একজন, নন্দীগ্রামে দুইজন, কাহালুতে একজন, শাজাহানপুরে দুইজন ও শিবগঞ্জ থেকে একজনসহ মোট ১১ জনকে আটক করেছে পুলিশ৷

এদিকে, হরতালের সমর্থনে সকালে ৭টা থেকে ৯টা পর্যন্ত শহরের খান্দার, সাবগ্রাম, উপশহর, গোদারপাড়া চারমাথাসহ জেলা সদরের কয়েকটি স্থানে ছোট আকারে ঝটিকা মিছিল জামায়াত-শিবিরের নেতাকর্মীরা৷ এ সময় তারা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন৷এছাড়া সাবগ্রাম বাইপাস এলাকায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করার চেষ্টা করে হরতালকারীরা৷ এ সময় সাবগ্রামে একটি এবং কামাড়গাড়ীতে একটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়৷এ বিষয়ে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মল হক (পিপিএম) কে জানান, হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে দায়িত্বরত পুলিশ সদস্যদের৷

সাতক্ষীরা : জামায়াতের ডাকা দেশব্যাপী হরতালের প্রথম দিন সাতক্ষীরার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ৷হরতালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি৷ যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশি টহল জোরদার করা হয়েছে৷আটককৃতরা হলেন; সদর উপজেলার আলীপুর গ্রামের আল-আমীন, পরানদহা গ্রামের জামায়াতকর্মী ইকরামুল হোসেন ও কাটিয়া এলাকার ইমান আলী৷

এ ছাড়া কলারোয়া থানায় তিনজন, তালায় তিনজন, পাটকেলঘাটায় একজন, কালীগঞ্জ থানায় তিনজন, শ্যামনগর থানায় তিনজন ও দেবহাটা থানা পুলিশ তিন জামায়াত-শিবিরকর্মীকে আটক করেছে৷সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোদ্দাচ্ছের হোসেন জানান, হরতালে সাতক্ষীরার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে৷অন্যদিকে জেলা জামায়াতের সেক্রেটারি নুরুল হুদা জানিয়েছেন, আটককৃতদের অন্যায়ভাবে পুলিশ গ্রেফতার করেছে৷তাদের বিরুদ্ধে কোথাও কোন মামলা নেই৷ রাতের আধারে জামায়াত শিবির নেতাকর্মীদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করেছে৷

নোয়াখালী : জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে নাশকতা ঘটানোর আশঙ্কায় নোয়াখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি, জামায়াত ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ ৪৪ জনকে আটক করেছে পুলিশ৷মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত এ অভিযান চালানো হয়৷ অভিযানে ম্যাগজিনসহ একটি পিস্তল উদ্ধার করে পুলিশ৷

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) ইলিয়াছ শরীফ জানান, জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে যেকোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মঙ্গলবার রাত থেকে একযোগে জেলার ৯টি থানা এলাকায় অভিযানে নামে পুলিশ৷ এ সময় ৪৪ জনকে আটক করা হয়৷ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান৷

নড়াইল : জামায়াতের ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে নড়াইলে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জাময়াতের কর্মীসহ ২৪ জনকে আটক করেছে পুলিশ৷ বুধবার দিবাগত রাতে তাদের আটক করে পুলিশ৷
সূত্র জানায়, সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন জামায়াতের আমির ইব্রাহিম হোসেনসহ মোট ২৪ জনকে আটক করা হয়৷

জেলা পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে জানা গেছে, হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় নড়াইল সদর থানা থেকে ১০ জন, লোহাগড়া থানা থেকে ৭ জন, কালিয়া থানা থেকে ৪ জন এবং নড়াগাতী থানা থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ৷ এদিকে, বরিশালের বান্দোরোডের ভিআইপি গেটের সামনে বিক্ষোভ মিছিল বের করে শিবির৷ সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় তারা৷ এ সময় পুলিশ সদস্য জয়নাল আবেদিন বাধা দিলে তার ওপর হামলা চালায় শিবিরকর্মীরা৷

রাজশাহীর অক্টয় মোড় এলাকায় পুলিশের গাড়ী লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় পিকেটাররা৷ এছাড়া নগরীর আলিফ লাম মিম ভাটা এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা৷

সিলেট নগরীর তালতলায় জামাত শিবির মিছিল বের করার চেষ্টা করলে ফাঁকা গুলি ছোঁড়ে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ৷ এ সময় ছাত্রলীগ ঘটনাস্থলে এলে ত্রিমুখী ধাওয়া-পাল্টা ধাওয়া হয়৷খুলনার বানরগাতী বাজার এলাকা থেকে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়৷ তবে অনেকটাই স্বাভাবিক নগরীর জনজীবন৷ নাশকতার আশঙ্কায় দিনাজপুরের উপজেলা শহরগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে৷

বন্দরনগরী চট্টগ্রামে হরতালের তেমন কোন প্রভাব পড়েনি৷ সকালের দিকে কুয়াশার কারণে সড়কগুলোতে কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন বাড়তে থাকে৷ বন্দরের পণ্য ওঠানামাও স্বাভাবিক রয়েছে৷

এছাড়াও নাশকতার আশঙ্কায় সাতক্ষীরা,ভোলা,কুমিল্লা, চাদঁপুর, জামালপুর ময়মনসিংহ.নেত্রকোণা শেরপুর, হবিগঞ্জসহ সারাদেশে এ পর্যন্ত প্রায় দেড়শতাধীক জনকে আটক করেছে পুলিশ৷