RABDG092820140928182503

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : প্রযুক্তিগত দিক থেকে র্যাবের আরো আধুনিকায়ন প্রয়োজন বলে মন্তব্য করেছেন, র্যাবের বিদায়ী মহাপরিচালক মোখলেছুর রহমান৷ এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, র্যাবের প্রতি সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি হয়নি বরং বেড়েছে৷বুধবার দুপুর আড়াই টায় র্যাব সদর দপ্তরে বিদায় বেলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন৷ তিনি জানান, র্যাবের বর্তমান যে প্রযুক্তি রয়েছে সেটিকে আরও আধুনিক করা হলে র্যাব দৃঢ়তার সাথে এগিয়ে যাবে৷ পাশাপাশি আইন-শৃংখলা পরিস্থিতির উন্নয়ন হবে৷ এছাড়া মাদক ও অস্ত্র উদ্ধারসহ মামলা তদন্তের ক্ষেত্রে র্যাব আরও সফল ভাবে কাজ করতে পারবে বলে মনে করেন মোখলেছুর রহমান৷

এ সময় তিনি বলেন, র্যাব আন্তরিকতার সঙ্গেই সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে৷ এ তদন্তের বিষয়ে কোন ঘাটতি ছিলনা৷ পৃথিবীর কোন দেশ নাই যেখানে মামলা তদন্তের ক্ষেত্রে শতভাগ সফল হয়৷ মোখলেছুর রহমান আরো বলেন, মাত্র ১১ হাজার সদস্য নিয়ে এগিয়ে যাচ্ছে র্যাব৷ অন্যান্য বাহিনীর সঙ্গে র্যাবের কোনো দূরত্ব নেই বলেও জানান, মোখলেছুর রহমান৷বিদায়ী এ মহাপরিচালক জানান, তিনি প্রায় চার বছর র্যাবের মহাপরিচালক ছিলেন৷ তার সময়কালে র্যাবকে সফলভাবে এগিয়ে নিতে চেষ্টা করেছেন বলে উল্লেখ করেন তিনি৷ র্যাবের বিদায়ী মহাপরিচালক (ডিজি) মোঃ মোখলেছুর রহমান বলেন, সারাদেশে সংগঠিত অপরাধ কর্মকান্ড বিশ্লেষন করলে দেখা যাবে র্যাব সবচেয়ে বেশী মানবাধিকার রক্ষা করেছে৷ গুম হওয়া ব্যক্তিদের জীবিত বা মৃত উদ্ধারে র্যাবের ভূমিকা অগ্রগণ্য৷ র্যাবের বিপদগামী সদস্যরা ৭খুনের ঘটনা ঘটিয়েছে৷ আমরাই প্রথম ডিটেক্ট করেছি যে র্যাবের কিছু সদস্য ব্যক্তিগতভাবে বিপদগামী হয়ে নারায়নগঞ্জে অপরাধে জড়িয়ে পড়েছিল৷ দেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিচার হচ্ছে৷ প্রায় ৪বছর ব্যাবের ডিজি হিসাবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি৷

তিনি বলেন, আমার দায়িত্ব পালনকালে অধিকাংশ র্যাবের নিজস্ব ব্যাটালিয়ন নিমর্ান করেছি৷ র্যাবের হেড কোয়ার্টার করার ব্যবস্থা করেছি৷ র্যাবকে আধুনিকায়ন করেছি৷ র্যাবে হেলিকপ্টার সংযোজন করেছি৷ অপরাধ কর্মকান্ড নিয়ন্ত্রনে ১১হাজার র্যাব সদস্য অপ্রতুল তারপরেও সাধ্যমত চেষ্টা করেছি জনগনের চাহিদা অনুযায়ী আস্থা অর্জন করতে৷ জনগন যদি বলে বলে র্যাবের উপর আস্থা আছে তাহলে আস্থা আছে আর জনগন যদি বলে র্যাবের উপর আস্থা নাই তাহলে নাই৷ বুধবার দুপুরে র্যাব সদর দপ্তর প্রাঙ্গনে চাকুরী জীবনপূর্ণ হয়ে গার্ড অব অনার গ্রহন করে বিদায় বেলায় র্যাবের ডিজি মোঃ মোখলেছুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বেলায় র্যাবের ডিজি মোঃ মোখলেছুর রহমান আরো বলেন, সাগর-রুনী হত্যা মামলা এখনও তদন্ত চলছে৷ একদিন এই মামলা ডিটেক্ট হবে আশা করি৷ সব মামলাই যে ডিটেক্ট হয় এমন নজির পৃথিবীর কোথাও নেই৷ সাংবাদিকরা সব সময় আমাকে সহযোগীতা করেছে তার জন্য সাংবাদিকদের বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি৷ র্যাবের ফরেনসিক ল্যাব আরো উন্নত করার পরামর্শ দিয়ে র্যাব সদর দপ্তর থেকে ফুলেল বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন তিনি৷

র্যাবের ডিজি মোঃ মোখলেছুর রহমানের বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যাবের এডিজি (প্রশাসন) ডিআইজি আফতাব আহমেদ, এডিজি(অপারেশন) কর্ণেল জিয়াউল আহসান, লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মূফতি মাহমুদ খান, উপ-পরিচালক মেজর রুম্মন সহ র্যাবের উধর্্বতন কর্মকতর্া ও সদস্যবৃন্দ৷