দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর: ঝড়ো আবহাওয়ার কারণে বুধবার জাভা সাগরে এয়ার এশিয়ার বিমানের আরোহীদের লাশ উদ্ধারে পরিচালিত অভিযান স্থগিত করা হয়েছে৷ গত সপ্তাহানত্মে এয়ার এশিয়ার নিখোঁজ বিমান বিধ্বসত্ম হয়ে সাগরের পানিতে তলিয়ে যায় বলে মঙ্গলবার নিশ্চিত হওয়া গেছে৷এয়ার এশিয়ার এয়ারবাস এ৩২০-২০০ গত রোববার ১৬২ জন আরোহী নিয়ে পূর্ব জাভার সুরাবায়ার জুয়ান্দা বিমানবন্দর থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে জাভা সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়৷ বিমানটিতে সাতজন ক্রু ও ১শ’ ৫৫ জন যাত্রী ছিলেন৷ যাত্রীদের মধ্যে ১৩৮ জন প্রাপ্তবয়স্ক ও ১৬ শিশু রয়েছে৷
নিখোঁজ যাত্রীদের মধ্যে ১৪৯ জন ছিল ইন্দোনেশিয়ার নাগরিক৷ নিখোঁজ বাকি ছয় যাত্রীর মধ্যে তিনজন কোরিয়ার নাগরিক৷ এ ছাড়া মালয়েশিয়া, ব্রিটেন ও সিঙ্গাপুরের একজন করে নাগরিক ছিল৷
নিখোঁজ বিমানটির অনুসন্ধানে মঙ্গলবার তৃতীয় দিনের মত তল্লাশি অভিযান চলাকালে জাভা সাগরে ধ্বংসাবশেষ ও লাশ ভাসতে দেখা যায়৷ এরপরই কর্তৃপক্ষ এয়ার এশিয়ার ওই বিমান বিধ্বসত্ম হয়ে সাগরের পানিতে পড়ার বিষয়টি নিশ্চিত করে৷
বিমান বাহিনীর উদ্ধার সমন্বয়কারী এস বি সুপ্রিয়াদি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘আমরা দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়েছি৷ সকালে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধার অভিযান শুরু করা যায়নি৷
জাতীয় উদ্ধার ও অনুসন্ধান সংস্থার প্রধান বামবাং সোয়েলিসতো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে ক্রুর পোশাক পরা এক নারী রয়েছেন৷তিনি বলেন, ঝড়-বৃষ্টি থেমে গেলে লাশগুলো পাংকালান বানে আনা হবে৷
সুপ্রিয়দি বলেন, সামরিক, পুলিশ ও জাতীয় উদ্ধার সংস্থার কয়েকশ’ সদস্য উদ্ধার তত্পরতায় অংশ নেয়ার অপেক্ষায় রয়েছেন৷ আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তারা কাজে নেমে পড়বেন৷
ইন্দোনেশিয়ার নৌবাহিনীর মুখপাত্র মানাহান সিমোরাঙ্গকির মঙ্গলবার জানান, নিখোঁজ ফ্লাইট কিউজেড৮৫০১-এর অনুসন্ধান অভিযান চলার মধ্যে বোর্নিও দ্বীপের কাছে জাভা সাগরে ভাসমান কিছু ধ্বংসাবশেষের মধ্যে ৪০ টি লাশ পাওয়া গেছে৷ উদ্ধারকারী একটি যুদ্ধজাহাজে মৃতদেহগুলো তোলা হয়েছে৷ এ সংখ্যা বাড়ছে৷ উদ্ধারকর্মীরা বাকি লাশগুলো উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচেছন৷ তবে বামবাং সোয়েলিসতো পরে নিশ্চিত করেন, সংখ্যাটি ৪০ নয়, ৩৷
এয়ারএশিয়া কর্তৃপক্ষ গতকাল রাতে এক বিবৃতিতে নিশ্চিত করে, জাভা সাগরে ভাসমান যে ধ্বংসাবশেষ মিলেছে, তা তাদেরই নিখোঁজ বিমানের৷ আর যে তিনটি লাশ উদ্ধার করা হয়েছে, তারা ওই বিমানেরই যাত্রী৷