BSMMU_logo-ediদৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : এশিয়ান এ্যাসোসিয়েশন অব ট্রান্সফিউশনের উদ্যোগে বুধবার সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের নীচতলায় মহান বিজয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহায়তায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়৷

দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে স্বেচছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিভেনটিভ এন্ড সোস্যাল মেডিসিন অনুষদের ডীন প্রধান অতিথি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ৷ বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (মানবসম্পদ উন্নয়ন) ডা. মো. জামাল উদ্দিন খলিফা৷ আরো উপস্থিত ছিলেন এএটিএম’র সেক্রেটারি ও বিএসএমএমইউ’র অতিরিক্ত রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. আসাদুল ইসলাম প্রমূখ৷অনুষ্ঠানের শুরম্নতে মোঃ কামরম্নল হাসান (বয়স ৩০) স্বেচছায় রক্তদান করেন৷ তিনি এ পর্যনত্ম ১০ বার স্বেচছায় রক্তদান করে অনেক মানুষের মহামূল্যবান জীবন বাঁচিয়েছেন৷

প্রসঙ্গত উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবর মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বস্নাড ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ, থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়া রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও স্বল্পমূল্যে ডে কেয়ারে রক্ত পরিসঞ্চালন করে আসছে৷ মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে বন্ধের দিনসহ ২৪ ঘন্টা জরম্নরি প্রয়োজনে নিরাপদ রক্ত সরবরাহ করে থাকে৷