দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : বকশীবাজারে সংঘর্ষের পর আদালতে পরবর্তী হাজিরার দিন সামনে রেখে পুলিশের নিরাপত্তা চাইলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া৷ দুর্নীতির মামলায় হাজিরার দিনগুলোতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অতিরিক্ত নিরাপত্তা চেয়ে রাজধানীর চকবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়৷
বুধবার দুপুর একটায় জিডিটি দায়ের করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন৷অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া,অ্যাডভোকেট মাসুদ হোসেন তালুকদার, অ্যাডভোকেট মোহসিন মিয়াসহ খালেদার অন্য আইনজীবীরা এ সময় উপস্থিত ছিলেন৷ অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, এর আগে ম্যাডামের (খালেদা জিয়া) হাজিরার দিনে হাঙ্গামা হয়েছে, তার গাড়িবহরে হামলা হয়েছে৷ আগামী ৭ জানুয়ারি তার হাজিরার দিন ধার্য রয়েছে৷ ওই দিনসহ হাজিরার দিনগুলোতে তার অতিরিক্ত নিরাপত্তা চেয়ে আমরা জিডি করেছি৷তিনি বলেন, চকবাজার থানার ওসি আজিজুল হক জিডিটি গ্রহণ ও এন্ট্রি করে অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন৷ জিডি করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার৷চকবাজার থানার বকশিবাজারে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ অস্থায়ী আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাত্ সংক্রান্ত দুই দুর্নীতি মামলার বিচার চলছে৷
গত ২৪ ডিসেম্বর এ মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরা দেওয়াকে কেন্দ্র করে বকশিবাজার এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়৷ বিএনপির কর্মীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও আওয়ামী লীগের নেত্রকোনা-১ আসনের এমপি ছবি বিশ্বাসের মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে৷ লাঠিপেটা করে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করে দেয়৷ এসব ঘটনায় এমপি ছবি বিশ্বাসসহ অন্তত ৫০ জন আহত হন৷ ওইদিন বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের ব্যাপক সংঘর্ষের মধ্যেই খালেদা জিয়া বকশীবাজারে আলিয়া মাদ্রাসা মাঠে ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের অস্থয়ী এজলাসে হাজির হন৷ ওই আদালতেই তার বিরুদ্ধে দুদকের করা জিয়া দাতব্য (চ্যারিটেবল) ট্রাস্ট ও জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি চলছে৷ওইদিন খালেদার সময়ের আবেদন মঞ্জুর করে মামলার শুনানি ৭ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেন বিচারক আবু আহমেদ জমাদার৷
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেন,সেদিন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করাই ছিল ক্ষমতাসীনদের ওই আক্রমণের উদ্দেশ্য৷ আর হামলা চালানো হয়েছিল ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে৷ ওই সংঘষের্র মধ্যেই ঢাকা মেডিকেলের সামনে নেত্রোকোণার সাংসদ ছবি বিশ্বাসের মাথা ফাটিয়ে তার গাড়ি পুড়িয়ে দেওয়া হয়, যে ঘটনার জন্য বিএনপিকর্মীদের দায়ী করেছে আওয়ামী লীগ৷বকশীবাজারে সংঘর্ষ ও সাংসদের ওপর হামলার ঘটনায় চকবাজার ও শাহবাগ থানায় দুটি মামলা করেছে পুলিশ, যাতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মীদের আসামি করা হয়েছে৷ এর মধ্যে শাহবাগের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় এবং চকবাজারের মামলায় যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলালকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ৷ বকশীবাজারে সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে ছাত্রলীগ নেতাদের ছবি গণমাধ্যমে এলেও পুলিশের মামলায় ছাত্রলীগের কাউকে আসামি করা হয়নি৷