মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম

দৈনিকবার্তা–ঢাকা, ৩১ ডিসেম্বর : ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেছেন, স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত-শিবিরকে মদদ দেয়ায় বিএনপি নেত্রী বেগম জিয়াকে একদিন আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে৷

তিনি বলেন, বিএনপি এখন আর কোন রাজনৈতিক দল নয়৷ এ দলটি এখন রক্তপিপাসু দানবদের দলে পরিণত হয়েছে৷তিনি আরো বলেন, বেগম খালেদা জিয়া জামায়াতে ইসলামীর আমীরের দায়িত্ব পালন করছেন৷ তাই তার দলের নেতা-কর্মীরা তার কথা শোনেন না৷তিনি বুধবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের উদ্যোগে জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন৷

জোটের সভাপতি ও ঢাকা মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হক সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন ও কার্যনির্বাহী কমিটির সদস্য একেএম এনামুল হক শামীম৷সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম মিলন প্রমুখ৷

মায়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের আগেই দেশ মধ্যমআয়ের দেশে পরিণত হবে বুঝতে পেরেই বিএনপি ষড়যন্ত্র শুরু করেছে৷ তারা দেশে নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করে ৰমতায় আসতে চায়৷তিনি বলেন, আওয়ামী লীগের কোন নেতা-কর্মী জীবিত থাকা অবস্থায় বিএনপির এ ষড়যন্ত্র সফল হবে না ৷ রাজাকারের গাড়ীতে জাতীয় পতাকা উড়তে দেয়া হবে না৷মায়া বলেন, ২০১৪ সালেই বিএনপির চুড়ানত্ম পতন হয়ে গেছে৷ ২০১৫ সাল হবে তাদের সর্বনাশের বছর৷কামরুল বলেন, জামায়াত আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল আহবান করেছে৷ যা আদালতকে অবমাননা করা৷

তিনি বলেন, আদালতের রায় ঘোষণার সাথে সাথে তারা হরতাল আহবান করবে- আবার রায়ের বিরম্নদ্ধে উচ্চ আদালতে আপীলের সুযোগ গ্রহণ করবে -এটা হতে পারে না৷ এটা পরস্পর-বিরোধী৷কামরুল বলেন, জামায়াতের ধ্বংসাত্মক হরতাল কর্মসূচী ঘোষণার পেছনে বিএনপির মদদ রয়েছে৷ তাদের মদদ ছাড়া হরতাল কর্মসূচী ঘোষণা করার মতো সাহস জামায়াতের নেই৷

তিনি বলেন, বিএনপি-জামায়াত ২০১৩ সালের মতো দেশকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়৷ তাই তাদের প্রতিরোধ করা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই৷ রাজপথে তাদের মোকাবেলা করতে হবে৷সমাবেশ শেষে জোটের উদ্যোগে একটি বিরাট বিক্ষোভ মিছিল বের করা হয়৷ মিছিলটি বায়তুল মোকাররম দক্ষিণ গেট হয়ে জিপিও মোড় ঘুরে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়৷